|
পাকিস্তান ও চীন দু'টি দেশই উন্নয়নশীল দেশ , দু'টি দেশই শহরায়নের প্রক্রিয়ায় কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে । তানভির বলেন , বড় বড় শহরে মোটর গাড়ির সংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে পরিবেশ দুষণের সমস্যা দেখা দিয়েছে । চীন সরকার পরিবেশ রক্ষা ক্ষেত্রে অনেক ব্যবস্থা নিয়েছে । তিনি আরো বলেন , চীন পরিবেশ রক্ষা ক্ষেত্রে অনেক নীতি প্রণয়ন করেছে এবং এ ক্ষেত্রে দৃষ্টান্ত সৃষ্টির চেষ্টা করছে । আমি মনে করি , সময়মত ব্যবস্থা নিয়ে চীন উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষা করতে সক্ষম হবে ।
পাকিস্তানের ডেইলী পোষ্ট পত্রিকার প্রধান সম্পাদক মাখদুম বাবর চীনের সংস্কৃতি খুব পছন্দ করেন । তার বাসায় অনেক চীনের হস্তশিল্পকর্ম সাজানো রয়েছে । তার ছেলেমেয়েরা দু-একটা চীনা গানও গাইতে পারেন । তিনি বলেন , তার পত্রিকায় প্রতিদিন চীন সম্পর্কিত খবর প্রকাশিত হয় । সাংহাই বিশ্বমেলার ওপর এ পত্রিকা নিবিড় দৃষ্টি রাখছে। তিনি বলেন , চীনের বড় বড় কর্মসূচীর ওপর আমরা গুরুত্ব দিয়ে এসেছি । যেমন পেইচিং অলিম্পিক গেমস ও চীনের ৬০তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আমরা পত্রিকায় অনেক প্রবন্ধ প্রকাশ করেছি । সাংহাই বিশ্বমেলাকেও আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি । শুধু আমরা নয় , পাকিস্তান সরকার ও জনগণ চীনের ওপর নিবিড় দৃষ্টি রাখছে ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সি আর আই সাংবাদিককে বলেন , আমি সাংহাই বিশ্বমেলার সাফল্য কামনা করি । বিশ্বমেলার মাধ্যমে চীন বিভিন্ন দেশের দর্শকদের চীনের উন্নয়ন , সংস্কৃতি , ঐতিহ্য , মূল্যবোধ , ইতিহাস , রীতিনীতি ও সাহিত্য প্রদর্শন করতে পারবে । এর পাশাপাশি সাংহাই বিশ্বমেলা পাকিস্তানের জন্যও একটি ভালো সুযোগ । সেখানে পাকিস্তানের একটি প্রদর্শনী ভবন থাকবে । সেখানে দর্শকরা পাকিস্তানের তৈরী পণ্য দ্রব্য দেখতে পারবেন , পাকিস্তানের খাবার খেতে পারবেন এবং পাকিস্তানের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন । তাই সাংহাই বিশ্বমেলা বিভিন্ন দেশের পারস্পরিক সমঝোতা বাড়ানোর একটি ভালো সুযোগের মঞ্চ ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |