Web bengali.cri.cn   
পাকিস্তানের বিভিন্ন মহল সাংহাই বিশ্বমেলার  প্রতীক্ষায় রয়েছে
  2010-04-19 14:57:18  cri

৪১তম বিশ্ব মেলা এ বছরের পয়লা মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হবে । সাংহাই বিশ্ব মেলা পেইচিং অলিম্পিক গেমসের পর চীনে অনুষ্ঠতব্য আরেকটি বিরাট কর্মসূচী । শুধু চীনা জনগণ নয় , আমাদের সুপ্রতিবেশী দেশ পাকিস্তানের বিভিন্ন মহলের মানুষও সাংহাই বিশ্ব মেলার অপেক্ষায় রয়েছেন । তারা সাংহাই বিশ্বমেলার সাফল্য কামনা করেন ।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চীন বিষয়ক বিভাগের মহাপরিচালক জাফর উদ্দিন মাহমুদ সাংহাইয়ে পাকিস্তানের কন্সাল জেনারেল ছিলেন । ২০০৮ সালে তিনি নিজেই সাংহাই বিশ্বমেলায় পাকিস্তানের অংশগ্রহণ সম্পর্কিত দলিলে স্বাক্ষর করেছেন । যে সব দেশ সবচেয়ে আগে সাংহাই বিশ্বমেলায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে , পাকিস্তান তাদের মধ্যে অন্যতম । পাকিস্তানের সাংহাই বিশ্বমেলায় অংশ নেয়ার কারণ প্রসঙ্গে জাফর উদ্দিন চীনা ভাষায় বলেন , এর একটি প্রধান কারণ হল বিশ্বমেলা একটি বড় কর্মসূচী । পাকিস্তানের সংস্কৃতি , ইতিহাস ও বর্তমান অবস্থা প্রচারের জন্য আমাদেরকে এ সুযোগকে কাজে লাগাতে হবে । তা ছাড়া , চীন পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু , তাই এ বিশ্বমেলায় পাকিস্তান অবশ্যই অংশ নেবে । যদিও জাফর উদ্দিন তার কার্যমেয়াদ শেষে দেশে ফিরে গেছেন । তার পরও সাংহাই শহরের প্রতি তার মমতা এখনও অনেক বেশি । তিনি বলেন , তিনি সাংহাই বিশ্বমেলা সম্পর্কে সব সময়ই খোজঁখবর নিচ্ছেন । বর্তমান বিশ্বমেলার প্রতিপাদ্য হল ' শহর জীবনকে আরো সুন্দর করে তোলে' । এ প্রতিপাদ্য চীনের শহরগুলোর উন্নয়নের বাস্তব অবস্থা ও আকাংখার সঙ্গে সংগতিপূর্ণ । তিনি বলেন , আমি চীনে অনেক বছর ছিলাম , তাই চীনের শহরগুলোর পরিবর্তন আমি নিজের চোখে দেখেছি । সাংহাইয়ে অনেক বছর ছিলাম বলে আমি সাংহাইয়ের উন্নয়নের ওপর সজাগ দৃষ্টি রাখছি । বিশ্ব মেলা উদ্বোধনের পর আমি পরিদর্শন করতে যাবো। আমি বিশ্বাস করি , সাংহাই বিশ্বমেলা অবশ্যই সাফল্যমন্ডিত হবে ।

পাকিস্তানের রণকৌশল গবেষণাগারের মহাপরিচালক তানভির আহমাদ খান সি আর আই সাংবাদিককে দেয়া একটি সাক্ষাত্কারে সাংহাই বিশ্বমেলা প্রসঙ্গে বলেন , আমি মনে করি , সাংহাই বিশ্বের অন্যতম সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ শহর । তাই সাংহাইয়ে অনুষ্ঠেয় বিশ্বমেলা পেইচিং অলিম্পিক গেমসের মতো একটি তাত্পর্যসম্পন্ন ঘটনা । আমি আশা করি , পাকিস্তান সাংহাই বিশ্বমেলায় ভালো সুযোগ পাবে । পাকিস্তান ও চীনের সম্পর্ক ঘনিষ্ঠ , চীন বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেওকরবে । তাই আমি আশা করি পাকিস্তান সরকার ও বেসরকারী সংস্থাগুলো সাংহাই বিশ্ব মেলার সুযোগের সদ্ব্যবহার করতে পারবে ।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040