Web bengali.cri.cn   
ক্যালিগ্রাফিষ্ট হে ইয়ু চাং
  2010-04-07 20:34:28  cri

২০ শতাব্দীর ৭০ দশকের শেষ দিকে হে ইয়ু চাং " লান থিং সু"র ওপর তার গবেষণার কাজ শুরু করেন। এ পর্যন্ত তার গবেষণা ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। তাঁর বিখ্যাত কর্ম " লান থিং ফা ওয়েই" এখন সবার মুখে মুখে উচ্চারিত হচ্ছে। প্রথম জীবনে তার সৃস্ট ক্যালিগ্রাফির সংখ্যা ৫ হাজারেরও বেশি। এর মধ্যে হে ইয়ু চাং-এর " লান থিং সু" হলো স্ববৈশিষ্ট্যসম্পন্ন ক্যালিগ্রাফি, যা সবাইকে বেশ আলোড়িত করেছে। এ সম্পর্কে তিনি বলেন:

" ' লান থিং'কে চীনের ক্যালিগ্রাফির প্রাণ শিল্প বলে মনে করা হয়। তার স্বাবৈশিষ্ট্যসম্পন্ন ক্যালিগ্রাফির বিষয়গুলো সবার চেয়ে ভিন্নতর"।

নিঃসন্দেহে " লাই থিং সু" চীনের ক্যালিগ্রাফির ইতিহাসে নিজের অপরিহার্য অবস্থানকে সংহত করতে সক্ষম হয়েছেন। তবে হে ইয়ু চাং-এর গবেষণার কারণ এটিই শুধুমাত্র নয়। হে ইয়ু চাংয়ের নানা ছিলেন " লাই থিং সু"-এর ওপর গবেষণা চালানোর একান্ত অনুরাগী। ছোটবেলা থেকেই হে ইয়ু চাং " লাই থিং সু" গবেষণা কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

গত শতাব্দীর ৭০ দশকের শেষ দিক থেকে হে ইয়ু চাং ক্যালিগ্রাফি শেখানোর জন্য স্কুল খুলেছেন। এখন তাঁর ছাত্রছাত্রীরা সারা দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে। চীনের ক্যালিগ্রাফির উন্নয়নে তার কাজ সুষ্ঠুভাবে চালিয়ে যাবেন বলে হে ইয়ু চাং দারুণভাবে আশাবাদী। এ সম্পর্কে তিনি বলেন:

" চীনের ক্যালিগ্রাফির উচিত বংশপরম্পরায় উত্তরাধিকার সৃস্টি করে যাওয়া। আমার সহায়তায় ইতোমধ্যেই ক্যালিগ্রাফি ক্ষেত্রে অনেকেই উচ্চ মানের শিক্ষকে পরিণত হয়েছেন"।

এখন হে ইয়ু চাংয়ের বয়স ৮৬ বছর। হলে কি হবে, তিনি তার আরও ৭টি বই প্রকাশ করার পরিকল্পনা করেছেন। প্রথম বইটি ইতোমধ্যেই গত মার্চ মাসে প্রকাশিত হয়েছে। ক্যালিগ্রাফি যেন এ বুড়োকে দিন দিন আরো বেশি তেজীয়ান করে তুলেছে। পেইচিং 'হাই তিয়ান' প্রবীণদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছু শি জুন হে ইয়ু চাংকে অনেক সম্মান করেন। এ সম্পর্কে উপাচার্য বলেন:

" তাঁর বয়স বেশি হলেও তিনি আরও বই প্রকাশ করার চেষ্টা করছেন। মাঝে মাঝে আমি তাঁকে বলি ' আপনার বয়স অনেক হয়েছে, আপনার এখন ভালভাবে বিশ্রাম নেয়া উচিত'। তবে অধ্যাপক হে ইয়ু চাং বলেন ' বয়স বেশি হওয়ার কারণে ক্যালিগ্রাফি গবেষণার জন্য আমার আরো বেশি সময় দেয়া জরুরি। আমি মনে করি, তাঁর এ মর্ম সবার সম্মান পাবে এবং এবং এ থেকে সবারই শিক্ষা নেয়া উচিত।---ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040