Web bengali.cri.cn   
ক্যালিগ্রাফিষ্ট হে ইয়ু চাং
  2010-04-07 20:34:28  cri

আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আ. বা. ম. ছালাউদ্দিন এখন শুরু করতে যাচ্ছি " সাংস্কৃতিক সম্ভার " অনুষ্ঠানটি। বন্ধুরা, আজকের সাংস্কৃতিক সম্ভার, অনুষ্ঠানে রয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ঘটনা, সংস্কৃতির বাজার, কনফুসিয়াস ইন্সটিটিউট এবং আপনাদের প্রিয় গল্পের ঝুলি। প্রথমে শুনবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বন্ধুরা, চীনের ক্যালিগ্রাফি হচ্ছে একটি ঐতিহ্যবাহী শিল্প। চীনা তুলি আর রঙের রেখায় খুবই সুন্দর ও নিখুঁতভাবে শব্দাবলি ফুটে ওঠে। একটি শব্দ লেখার ক্ষেত্রে তার বিভিন্ন রকমের প্রকার ভেদ দেখা যায়। তবে একজন সত্যিকার ক্যালিগ্রাফিষ্টের জন্য ক্যালিগ্রাফির তাত্পর্য শুধু মাত্র শব্দের প্রকার ভেদ নয়, বরং ক্যালিগ্রাফির সর্বশেষ আধুনিক দিক বলেও মনে করা হয়। বন্ধুরা,

আমাদের আজকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে আমরা আপনাদের ক্যালিগ্রাফিষ্ট হে ইয়ু চাং'য়ের বৈচিত্রময় জীবন কাহিনী শোনাবো।

৮৬ বছর বয়সী অধ্যাপক হে ইয়ু চাং হচ্ছেন চীনের ক্যালিগ্রাফি সমিতির সদস্য এবং চীনের প্রবীণ ক্যালিগ্রাফি গবেষণা কমিটির একজন গবেষক। তিনি তাঁর সারা জীবন চীনের ইতিহাস বিষয়ক বিখ্যাত লেখক ওয়াং সি চি'র উল্লেখযোগ্য কর্ম " লান থিং সু"র ওপর গবেষণার চেষ্টা করছেন। এমন কি, তিনি নিজের ছেলে এবং মেয়ের নামও " লান থিং" এবং " লান সু" রেখেছেন। তিনি সত্যি " লান থিং সু" গবেষণার একজন একান্ত অনুরাগী।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040