|
"সিয়াং ইয়াও" এই বইটি ছাড়াও, হুয়াং কুও রুংয়ের আরো দু'টি উপন্যাস " পিং ইয়াও" এবং "চিয়ে ইয়াও"ও সাহিত্য মহলে গুরুত্বপূর্ণ অবস্হান দখল করে আছে। " পিং ইয়াও" বই-এ একটি কৃষক পরিবারের একজন ছেলের সৈনিক হিসেবে নির্বাচনের গল্প বর্ণনা করা হয়েছে। তবে " চিয়ে ইয়াও" বই-এ চীনের আধুনিক শহরের তিনজন অধিবাসীর জীবনযাত্রার অবস্থার কথা লেখা হয়েছে খুব নিখঁতভাবে। এতে সরল প্রাণ মানুষ এবং ভয়ানক চরিত্রের মানুষ সব চরিত্রই দেখা যায়। এর মধ্য দিয়ে সমাজের একটি বাজার অর্থনৈতিক যুগে প্রবেশের ওপর লেখকের চিন্তাভাবনা সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে।
হুয়াং কুও রুংয়ের সাহিত্যকর্মের মধ্যে জীবন-যাপনের সার্বিক দিকগুলো ফুটে উঠেছে। যা সাধারণ মানুষের চরিত্রের বর্ণনা এবং জীবন-যাপনের দিকগুলো পাঠককে টাটকা ও গভীর অনুভব এনে দিয়েছে। এর মধ্য দিয়েও সমাজের ওপর লেখকের গভীর উপলদ্ধি ও বিবেচনা সব ক্ষেত্রই প্রতিফলিত হয়েছে। লেখা সম্পর্কিত আলোচনায় হুয়াং কুও রুং বলেন:
" একটি গল্প লেখার আগে আমি অনেক বেশি প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে থাকি। লেখার সময় থাকে কম। আমি চার মাসে মাত্র একটি গল্প লেখা শেষ করতে পারি। যেমন, 'সিয়াং ইয়াও' এ গল্প লেখার জন্য প্রায় ২০ বছরের প্রস্তুতি নিয়েছি। এটি যেন প্রসূতির গর্ভধারণ করার মত সত্যি। এটা খুব একটা সহজ ব্যাপার নয়"।
দু'বছর আগে একজন সাধারণ শিক্ষিকার বাস্তব জীবন-যাত্রার অভিজ্ঞতা অনুযায়ী হুয়াং কুও রুং " শহরের মানুষ" নিয়ে একটি গল্প লিখেছেন। এ গল্পে একজন শিক্ষিকার দুর্বল অভিজ্ঞতার একটি সামাজিক চিত্র প্রতিফলিত হয়েছে। অবশ্যই এ গল্প পড়ার পর অগণিত পাঠকের মাঝে আশার শক্তি এনে দিয়েছে। এ সম্পর্কে হুয়াং কুও রুং বলেন:
" একজন লেখকের গুণ তাঁর সাহিত্য কর্মের রূপ নিয়ন্ত্রণ করার মধ্যে নিহিত থাকে। আমি খুবই নিষ্ঠুর জিনিস নিয়ে লিখতে চাই না। এটি মানুষের ভেতর এক ধরনের অক্ষমতার অনুভব সৃষ্টি করে"।
চীনের সমাজ দিন দিন বৈচিত্র্যময় হয়ে উঠছে। আর হুয়াং কুও রুং সবসময় একজন পেশাদার সৈনিক হিসেবে তার সামাজিক দায়িত্ববোধ এখনো বজায় রেখে এগিয়ে চলেছেন ক্লান্তিহীনতার সংগে। ---ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |