Web bengali.cri.cn   
লেখক হুয়াং কুও রুং
  2010-03-24 20:15:27  cri

বন্ধুরা, এবারের " সাংস্কৃতিক সম্ভার " অনুষ্ঠানে রয়েছে " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" , " সাংস্কৃতিক ঘটনা" , " সংস্কৃতির বাজার" এবং " আপনাদের প্রিয় গল্পের ঝুলি " । প্রথমে শুনুন " সাংস্কৃতিক ব্যক্তিত্ব "অনুষ্ঠান ।

বন্ধুরা, চীনের সকল লেখকের মধ্যে একজন বিখ্যাত লেখক রয়েছেন। তিনি চীনের সামরিক বাহিনীতে চাকরী করেন। তাঁর নাম হচ্ছেন হুয়াং কুও রুং। তাঁর সাহিত্য কর্ম হিসেবে " সিয়াং ইয়াও" নামক একটি বই সুধীজনের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। এমন কি, এ বইটি চীনের সাহিত্য ক্ষেত্রের সর্বোচ্চ পদক—'মাও তুন' সাহিত্য পদক পেয়েছে। বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" অনুষ্ঠানে আমরা সামরিক লেখক হুয়াং কুও রুংয়ের জীবন কাহিনী আপনাদের শোনাবো।

প্রায় ৬০ বছর বয়সী হুয়াং কুও রুং এখন দেখতে আরও বেশি তারুণ্য দীপ্ত এবং কর্মঠ। ছোটবেলা থেকেই তিনি দক্ষিণ চীনের একটি গ্রামে তাঁর সুন্দর এবং কষ্টকর ছোটবেলা কাটিয়েছেন। জীবন ক্ষেত্রে এ সময় তিনি সব অভিজ্ঞতাই অর্জন করেছেন। তবে লেখাপড়ার ক্ষেত্রে তিনি খুবই নিষ্ঠার সংগে পরিশ্রম করেছেন এবং তাঁর স্মৃতি শক্তি সাধারণ মানুষের চেয়েও বেশ ভাল। হুয়াং কুও রুং ছোটবেলা থেকেই জীবনকে পর্যবেক্ষণ করতে পছন্দ করেন। তাঁর বেশ কয়েকটি গ্রামীণ বিষয়ের ওপর উপন্যাস রয়েছে। এসব বই তার তাঁর ছোটবেলা থেকে এ পর্যন্ত সংগৃহীত অভিজ্ঞতার আলোকে লেখা। তিনি মনে করেন, একজন লেখকের জন্য নিজের ভেতর দৃঢ় ছাপ ফেলা অভিজ্ঞতার কারুকার্যময় দিক থাকা উচিত। জীবনকে শুধু খালি চোখে দেখলেই চলবে না। এ সম্পর্কে তিনি বলেন:

" লেখককে নিত্যদিনের কিছু কিছু অভিজ্ঞতা সংগ্রহের ওপর নির্ভর করতে হয়। প্রত্যেক মানুষই এক একজন একটি বই। আমাদের উচিত নিত্যদিনেন কাজে কর্মের সময় আমাদের সাথে যোগাযোগ বেশি হয় না এমন মানুষের ওপর বেশি গুরুত্ব আরোপ করা। তাদের জীবন-যাপনের পরিবেশ, পটভূমি এবং অভিজ্ঞতাকে আরো বেশি বিবেচনা করা প্রয়োজন। আমি মনে করি, একজন লেখক, তাঁর মনে যে চিন্তা ও চেতনা থাকে তা তাঁর সারা জীবনের সংগী। কোনদিন তা হারিয়ে যাবে না। যদি হারিয় যায়, তাহলে সে লেখক তার লেখার মধ্য দিয়ে মানুষকে মুগ্ধ করতে পারে না"।

"সিয়াং ইয়াও" বইটির প্রধান চরিত্র "ওয়াং এর সিয়াং"-এর মধ্য দিয়ে চীনা জনগণের নিত্যদিনের জীবনযাত্রার অবস্থা পরিষ্ফুট হয়েছে। এর মধ্য দিয়ে চীনের অর্ধ শতাব্দীর পরিবর্তন সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়েছে। এ সম্পর্কে হুয়াং কুও রুং বলেন:

" আমার উপন্যাসের বিষয় জন্মভূমিতে আমার লব্ধ অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। সংস্কার ও উন্মুক্তকরণের পর আমি " ওয়াং এর সিয়াং"-এর ভাগ্যের কথা লিখেছি। সে সময় দক্ষিণ চীনের বুড়ো-বুড়িরা উচ্চপদস্হ নাগরীকদের নিবাসে ইচ্ছে করলে থাকতে পারতেন। এ সব সংস্কার ও উন্মুক্তকরণের কল্যাণকর নীতির সুফল"।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040