Web bengali.cri.cn   
অ্যাক্রোব্যাট তেং পাও চিনের গল্প
  2010-03-10 20:17:03  cri

বন্ধুরা, এবারের " সাংস্কৃতিক সম্ভার " অনুষ্ঠানে রয়েছে " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" , " সাংস্কৃতিক ঘটনা" , " সংস্কৃতির বাজার" এবং " আপনাদের প্রিয় গল্পের ঝুলি " । প্রথমে শুনুন " সাংস্কৃতিক ব্যক্তিত্ব "অনুষ্ঠান ।

শ্রোতাবন্ধুরা, ৫১ বছর বয়সী তেং পাও চিন দেশি-বিদেশি অ্যাক্রোব্যাটিক মঞ্চে প্রায় ৩০ বছরেরও বেশি তার দড়াবাজি পরিবেশন করেছেন।

এ ছাড়া তিনি আরও হচ্ছেন চীনের অ্যাক্রোব্যাটিক ক্ষেত্রে সম্মানসূচক একাডেমী পুরস্কার অর্জনকারী, পরপর তিনবার জাতীয় গণ কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি,

আন্তর্জাতিক অ্যাক্রোব্যাটিক প্রতিযোগিতায় বহুবার সোনা জেতা এবং চীনের রাষ্ট্রীয় পরিষদের বিশেষ সম্মান অর্জনকারী।

এখন তিনি অ্যাক্রোব্যাটিক উন্নয়নকে আরো জোরদার করার লক্ষ্যে আরও বেশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" অনুষ্ঠানে আমরা তেং পাও চিন'র গল্প আপনাদের শোনাবো।

৫১ বছর বয়সী হলেও তেং পাও চিনের শরীরের গঠন দেখতে আরও অনেক সুন্দর । ১৩ বছর থেকেই তিনি অ্যাক্রোব্যাটিক দলে যোগ দেন। এখন এ দলের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ না করলে তিনি হয়তো অ্যাক্রোব্যাটিক ক্ষেত্রে আরো বেশি পরিবেশনা করতে পারতেন।

এ সব কিছুই তার অ্যাক্রোব্যাটিককে ভালবাসার সঙ্গে সম্পর্কিত। এ সম্পর্কে তিনি বলেন:

" ২০ বছরের মধ্যে আমি প্রায় ৫০টি দেশে পরিবেশনা করেছি। আমি অ্যাক্রোব্যাটিকের অনুরাগী। চীনের অ্যাক্রোব্যাটিক মহলে আমার পরিবেশনা সকলের মনে বেশ গভীর ছাপ ফেলেছে"।

আসলে তেং পাও চিন একজন জিমনেস্টও ছিলেন। হয়তো এ কারণে তিনি অ্যাক্রোব্যাটিক ক্ষেত্রে সহজভাবেই পরিবেশনা করতে পারতেন। ছোটবেলায় তাঁর শরীরের অবস্থার কারণে তিনি জিমন্যাস্টিকস ক্ষেত্রে ভালো কিছু করতে পারতেন না।

১৩ বছর বয়সী তেং পাও চিন স্থানীয় অ্যাক্রোব্যাটিক দলে ভর্তি হন। তবে তাঁর বাবা মা মেয়েটিকে নিয়ে বেশ চিন্তা করেতেন।এ সম্পর্কে তেং পাও চিন বলেন:

" অ্যাক্রোব্যাটিক দলে আসার সময় আমার বয়স অন্য সদস্যদের চেয়ে একটু বেশি ছিল। সুতরাং , শিক্ষক আমাকে বললেন ' শুধু একটি অ্যাক্রোব্যাটিক ক্রিয়াকলাপের জন্য আমার বেশ কয়েক ঘন্টা চর্চা করা দরকার'। শিক্ষকের কথা শুনে আমি নিজেকেই বলি, আমি পারি , আমি নিশ্চয়ই পারি। সেজন্যই আমি অনেক প্রচেষ্টা চালিয়েছি। এর মাধ্যমে কত কষ্ট পেয়েছি এবং কত ঘাম ঝরেছে হয়তো তা শুধু আমি নিজেই জানি"।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040