Web bengali.cri.cn   
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ের জনগণের সাংস্কৃতিক সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে
  2010-02-10 19:50:17  cri

বন্ধুরা, আপনারা এই মাত্র শুনলেন সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের 'পা ইন কুও লে' স্বায়ত্তশাসিত জেলার স্থানীয় অভিনেতা-অভিনেত্রীদের " 'তা সি' গ্রামের সুখী জীবন" নাটকের শব্দ। 'তা সি' গ্রাম হচ্ছে স্থানীয় একটি বিখ্যাত ধনী গ্রাম। স্থানটি উইগুর ও হান জাতির মানুষ অধ্যূষিত। এ নাটকের মধ্যে একজন উইগুর খালা নিজের পালক মেয়ের বাড়িতে ফিরে আসার প্রতিক্ষায় আছেন এবং এর অপেক্ষার মনোভাবের বিষয়টি বর্ণনা করা হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক ব্যুরোর মহাপরিচালক হিসেবে ফু চেং থাং হচ্ছেন এ নাটকের চিত্রনাট্যকার। তিনি ছবি আঁকা, কবি এবং নাটক লেখার অনুরাগী। প্রতিবছর তিনি চার ও পাঁচটি নাট্য-কর্ম তৈরী করেন। এ সম্পর্কে তিনি বলেন:

" একজন হান জাতির মেয়ে এ উইগুর জাতির খালার সহায়তায় উপকৃত হয়েছে। খালা গাছ থেকে মাটিতে পড়েছেন। মেয়েটি তাঁকে রক্ত প্রদান করেছে। এ বাস্তব-সম্মত গল্প অনুসারে আমি " 'তা সি' গ্রামের সুখী জীবন " নাটকটি সৃষ্টি করেছি"।

ফে চেং থাংয়ের আরেকটি বিখ্যাত কর্ম " উত্কন্ঠা" নামক নাট্য ২০০৮ সালে আবারও পুরস্কার পেয়েছে। এ গল্পের মধ্যে বর্ণনা করেছেন যে, কৃষি জমির পরিবর্তন করে বনাঞ্চল আবার গড়ে তোলা ও রক্ষার উদ্দেশ্যে স্থানীয় অনেক অধিবাসী উচ্চ পবর্ত ও তৃণভূমি থেকে সমতলে স্থানারিত হয়েছেন। বহুবছর একসাথে থাকা পরিযায়ী হাঁসের সঙ্গেও ত্যাগ করতে হচ্ছে এমন অনিচ্ছা সত্বের অবস্থাও গল্পে বর্ণনা করা হয়েছে। এ সম্পর্কে ' পা ইন কুও লে' স্বায়ত্তশাসিত জেলার জনগণ সাংস্কৃতিক শিল্প সংস্থার অভিনেতা ইয়ু চুন বলেন:

" প্রতিবছর আমরা গ্রামে পরিবেশনা করি। এমন কি, সংখ্যালঘু জাতি অঞ্চলের উত্সব অনেক বেশি। যেমন , অন্তর্মঙ্গোলিয়া জাতির স্বায়ত্তশাসিত জেলা, অন্তর্মোঙ্গোলিয়া জাতি, উইগুর জাতি এবং হান জাতির উত্সব অনেক বেশি, এ সব উপলক্ষে পরিবেশনার জন্য আমরা গ্রামে চলে যাই"।

সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় সরকার অব্যাহতভাবে তৃণমূল পর্যায়ের জনগণের সাংস্কৃতিক তত্পরতার ওপর গুরত্ব আরোপ করেছে এবং এ ক্ষেত্রে অনেক সহায়তা প্রদান করেছে। এর মধ্যে আর্থিক বরাদ্দের পরিমান ইতোমধ্যেই পর পর কয়েক বছর ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে অর্পিত আর্থিক সাহায্যের মোট পরিমান হয়েছে ৩ বিলিয়ন ইউয়ান। এ সব অর্থ সুষ্ঠুভাবে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন এবং সাংস্কৃতিক প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ কাজে লাগানো হয়।

চীন সরকারের কার্যক্রম অনুযায়ী এ বছরের শেষ নাগাদ, গ্রামে বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্রের সংখ্যা ২০হাজারের বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। ফলে মৌলিকভাবে বিভিন্ন গ্রামে সব সাংস্কৃতিক কেন্দ্র থাকার লক্ষ্য বাস্তবায়িত হবে। সে সময় স্থানীয় অধিবাসীর স্বাস্থ্য চর্চার স্থান ও লেখাপড়ার সুযোগ আরও বেশি বাড়বে।---ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040