Web bengali.cri.cn   
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ের জনগণের সাংস্কৃতিক সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে
  2010-02-10 19:50:17  cri

 

১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর ব্যাপকতার দিক থেকে এবার সবচেয়ে বেশি উপথানার অংশগ্রহণে —তৃণমূল পর্যায়ের জনগণের সাংস্কৃতিক পরিবেশনা এখন পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। এক সপ্তাহের মধ্যে চীনের বিভিন্ন জায়গার জনগণকে নিয়ে গঠিত ৭৯টি স্থানীয় অপেরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সাধারণ জনগণের সৃজনশীলতা ও পরিবেশনার সামর্থ্য প্রতিফলিত হয়েছে। এ সব সাবলীল অনুষ্ঠান অনেক অনুরাগীদের বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। কীভাবে আরও বেশি জনসাধারণ এ সব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন? বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ঘটনা" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

বন্ধুরা, আপনারা এই মাত্র শুনেছেন , চীনের মধ্যাঞ্চলের হে নান প্রদেশের ছোট্ট আকারের 'ইয়ু'অপেরা " তদন্ত"-এর সংগীত। চীনের স্থানীয় অপেরার মধ্যে তৃণমূলের গ্রামীণ প্রধান এবং তাদের গল্প বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। "তদন্ত" অপেরাটি প্রায় ১০ মিনিট পরিবেশিত হয়। এর গল্প হচ্ছে একবার ভয়াবহ বন্যার পর, উচ্চ পর্যায়ের কর্মকর্তারা স্থানীয় জনসাধারণের তত্ত্বাবধানের চিঠি পেয়েছে। চিঠিতে বলা হয়েছে, গ্রামীণ প্রধান কৃষকের বাড়িঘর নির্মাণের টাকা নিজের পকেটে রেখে দিয়েছে। তবে বিভিন্ন তদন্তের পর, দেখা গেছে যে, আসলে গ্রামীণ প্রধান নিজের বাড়িঘর নির্মাণের টাকাও যার সাহায্যের প্রয়োজন তাকে দিয়ে দিয়েছেন।

এ স্থানীয় অপেরার নাট্যাশংটি হলো দশ বছর আগে তৈরী একটি শিল্প-কর্ম। তবে এটি চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্বাচিত জনসাধারণের জন্য নাটকের ক্ষেত্রে সর্বোচ্চ পদক অর্জন করেছে। এ নাটক সবাই 'ইয়ু' অপেরার অপেশাগত অভিনেতা অভিনেত্রী।

" তদন্ত"-এর নারী প্রধান চরিত্রে ওয়াং ছুয়ান চেন ইতোমধ্যেই হে নান প্রদেশের একজন বিখ্যাত অভিনেত্রীতে পরিণত হয়েছেন। তিনি স্মরণ করে বলেন:

"অপেরার একটি বৃহত্ প্রদেশ হিসেবে হে নান প্রদেশে প্রচুর সৃজনশীল ও পরিবেশক দল রয়েছে। " তদন্ত" এ নাটকটিতে যৌথভাবে অনেকের নিরলস প্রচেষ্টায় এবং বহুবারের অনুশীলনের পর পদক অর্জন করা সম্ভব হয়েছে। আসলে এতো সহজেই সাফল্য অর্জন সম্ভব হয় না। অংশগ্রহণকারী বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা অনেক চেষ্টা করেছেন। তাদের অভিনয় সকলের মনে গভীর ছাপ ফেলেছে"।

সৃজনশীল নাটক অর্থাত্ ছোট্ট আকারের গল্প সকলের দৃষ্টি আকর্ষণের কারণ হচ্ছে এ গল্পটি সাধারণ জনগণের জীবন-যাপনের সঙ্গে সম্পর্কিত এবং এর পরিবেশনাও খুব সাবলীল। পেশাদার অভিনেতা অভিনেত্রীরা সাধানত মিলনায়তনে অপেরা বা নাটকে অভিনয় করেন। তবে অপেশাদার অভিনেতা বা অভিনেত্রীরা বাইরের মঞ্চে তৃণমূল পর্যায়ের জনগণের সামনে পরিবেশন করেন। সুতরাং, অপেশাদার অভিনেতা অভিনেত্রীরা বাইরের নিষ্প্রাণ মঞ্চে পরিবেশনার সময় কোনো প্রকার উপযুক্ত সাজ-সরঞ্জাম না থাকায় তাদের জন্য সত্যিই একটি উচ্চ মানের পরীক্ষার সম্মুখীন হতে হয়। তবে তারা এ সব ঝামেলা অতিক্রম করে সকল দর্শকের ব্যাপক স্বীকৃতি পেয়েছেন। এমন কি, তাদের পরিবেশনা দেখার জন্য অনেক কৃষক বহু দূর থেকে বিশেষভাবে চলে এসেছেন।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040