|
২০০৯ সালের ১ অক্টোবর সন্ধ্যায় এবং চীনের ৬০তম বার্ষিকীও জাতীয় দিবস উপলক্ষে তিনি চীনের বিখ্যাত উচ্চ সুরের গায়ক তাই ইয়ু ছিয়াংয়ের সঙ্গে " চীনের মার্চ" নামক একটি সুন্দর গান গেয়েছেন। খুবই প্রেরণাদায়ক সুর ও সুন্দর কন্ঠ সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে তিনি আশা করেন, ভবিষ্যতে তিনি শুধু চীনের তৈরী একটি নাট্যকে অভিনয় করতে পারবেন। চীনের জাতীয় বৃহত্ নাট্য ভবনের আমন্ত্রণে গভীর রোমান্টিক স্টাইলসম্পন্ন " গ্রামীণ শিক্ষিকার" চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেশ আনন্দিত। এ সম্পর্কে তিনি বলেন:
" এ নাট্যকের মধ্যে একটি সবচে' মুগ্ধকর বিষয় হচ্ছে বর্তমানে বস্তুগত ক্ষেত্রে এতো বেশি জিনিসের চাহিদা রয়েছে যে তা কখনো পূরণ করা যায় না এমন সমাজে ' গ্রামীণ শিক্ষিকার' মতো তাঁর নাম অজানা মানুষের মর্মে বেশি রয়েছে। কর্মের জন্য তারা নিজেদের অনেক কিছু অবদান রেখেছেন। আমাদের উচিত তাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা"।
একজন জনপ্রিয় নায়িকা ও গায়িকা হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ তাঁর জন্য একটি সাধারণ ব্যাপার। সময়ের ব্যবধানের অসুবিধা ছাড়া ডিলবার নিজের আত্মীয়স্বজনের সঙ্গে মিলে-মিশে থাকার সময় বলতে গেলে পানই না।
সংগীতের ক্ষেত্রে বেশ অনেক সাফল্য অর্জনের সঙ্গে সঙ্গে তিনি বিয়ে এবং সুন্দর জীবনসহ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তবে এ সব কষ্টকর অবস্থার প্রেক্ষাপটে তিনি সমসময় একটি ইতিবাচক মনোভাব সব সময় প্রকাশ করে থাকেন।
নিজের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিলবার একটি স্থিতিশীল জীবনের প্রতিক্ষায় আছেন। তিনি অনেক পরিবেশনার সুযোগ গ্রহণ করেননি। তিনি হাসি মুখে বলেন, তিনি চীনে ফিরে আসার ব্যাপারে আশাবাদী।----ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |