Web bengali.cri.cn   
সিন চিয়াংয়ের একজন বিখ্যাত উচ্চ সুরের গায়িকা ডিলবার ইউনুস
  2010-02-10 19:41:10  cri

বন্ধুরা, আপনারা এই মাত্র শুনলেন যে কন্ঠের মাধুর্য তা সম্প্রতি চীনের জাতীয় বৃহত্ নাট্য ভবনে চীনের সিন চিয়াংয়ের উচ্চ সুরের গায়িকা ডিলবার ইউনুসের পরিবেশিত অপেরা " গ্রামীণ শিক্ষিকা"। ডিলবারকে " চীনের বুলবুলি" বলে অভিহিত করা হয়। তিনি হচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে সারা বিশ্বে সবার মুখে মুখে ছড়িয়ে দেয়া সুরের একজন বিখ্যাত উচুঁ সুরের গায়িকা।

তিনি এ অপেরায় একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেন। তাঁর সুন্দর পরিবেশনা সকল দর্শককে মুগ্ধ করেছে। প্রিয় বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" অনুষ্ঠানে আমরা এ শিল্পীর গল্পই আপনাদের শোনাব।

এখন ৫০ বছর বয়সী ডিলবার চীনের সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের খে শি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি উইগুর জাতির মানুষ। ১৯৮৭ সালে তিনি চীনের কেন্দ্রীয় সংগীত কলেজ থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে ফিনলান্ডের জাতীয় নাট্য ভবন তাকে একজন একক গায়ক হিসেবে গ্রহণ করে সংগীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানায়।

এর পর থেকে তিনি ইউরোপের মঞ্চে তাঁর পরিবেশনা চালিয়েছেন। তিনি কয়েক বহু দেশে এক শ'রও বেশি একক কনসার্ট পরিবেশন করেছেন এবং অসংখ্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ১৯৯৭ এবং ১৯৯৮ সালে তিনি সুইডেনের সবচেয়ে শ্রেষ্ঠ নাট্য পদক অর্জন করেছেন। এ সম্পর্কে তিনি বলেন:

" বিশ্ববিদ্যালয়ে ভাষা এবং সংগীত থেকে শুরু করে প্রায় সব কিছুই শিক্ষক আমাদের অনেক কঠোর ব্যবস্থার মধ্য দিয়ে শিখিয়েছেন। এমন কি, এ ক্ষেত্রে আমাদের খুবই ভাল প্রযুক্তিগত অভিজ্ঞতা হয়েছে। সুতরাং, বাইরে আসলে সবাই আমাদের অহংকার করে"।

"স্বর্ণ কন্ঠ" এ সুনামে পেয়ে ডিলবার চীন এবং বিশ্বের মঞ্চে উচ্চ সুরের ক্ষেত্রের বেশ সাফল্য অর্জন করেছেন। তিনি বিশ্ব নাট্যমঞ্চে অনেক বিখ্যাত চরিত্রে অভিনয় করেছেন। শিল্পকলা ক্ষেত্রে তাঁর নিজের একটি ব্যক্তিগত নিয়ম রয়েছে, তা হলো " নিজের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন চরিত্রে কখনো অভিনয় করা যায় না"।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040