|
এবারের প্রদর্শনীর ফলে আফ্রিকা ও বিশ্বের পরিবেশ রক্ষায় লুও হুং আরো বেশি আস্থাবান হয়ে উঠেছেন। জাতিসংঘ পরিবেশ কার্যক্রমের পরিবেশ রক্ষার খাতে সহায়তা দেয়ার লক্ষ্যে ২০০৬ সালের নভেম্বর মাসে কেনিয়ার রাজধানি নাইরোবিতে লুও হুং জাতিসংঘ পরিবেশ কার্যক্রমের সঙ্গে " পরিবেশ রক্ষা বিষয়ক লুও হুং তহবিল" চুক্তি স্বাক্ষর করেছেন।
এটি হচ্ছে জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো ব্যক্তিগত তহবিল স্থাপন করা। জাতিসংঘ পরিবেশ কার্যক্রম বিশ্ব শিশু পরিবেশ রক্ষা সংক্রান্ত ছবি আঁকা প্রতিযোগিতা এর মাধ্যমে পরিবেশ রক্ষার শিক্ষা ব্রতকে ত্বরান্বিত করেছে। সুতরাং, ২০০৭ সালের শেষ দিক থেকে পরিবেশ রক্ষা তহবিলের মাধ্যমে লুও হুং প্রতিবছরে একবার করে আয়োজিত চীনা শিশুর পরিবেশ রক্ষা সংক্রান্ত ছবি আঁকা প্রতিযোগিতায় সহায়তা প্রদান করে এসেছেন। জাতিসংঘ পরিবেশ কার্যক্রমের কার্যনির্বাহী মহাপরিচালক আছিম স্টেইনার বলেন:
" আমার জনপ্রিয় বন্ধু—লুও হুং, তুমি সক্রিয়ভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় চলে যাও। চীনা শিশুর পরিবেশ রক্ষা সংক্রান্ত ছবি আঁকা প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে তুমি যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছো। আমি মনে করি, প্রতিযোগিতার ধারণা হচ্ছে পৃথিবীর পরিবর্তনকে খতিয়ে দেখা"।
২০০৯ সালের জুলাই মাসে লুও হুং ১৬জন পুরস্কার বিজয়ী শিশু নিয়ে আফ্রিকার পরিবেশ রক্ষা বিষয়ক সফর শুরু করেন। তিনি আশা করেন, এবারের তত্পরতার মাধ্যমে শিশুরা সত্যিকারভাবে পরিবেশ রক্ষার গুরুত্ব অনুভব করবে। এ সম্পর্কে লুও হুং বলেন:
" এ সব শিশু আফ্রিকায় আসলে তারা সত্যিকারভাবে মানুষ, পশুপাখি ও প্রকৃতির সঙ্গে সম্প্রীতিতে বসবাসের বিষয়টি উপলদ্ধি করতে সক্ষম হবে। তারা তাদের অনুভব আমাদের স্বদেশে ফিরিয়ে আনার পর অন্যান্য চীনা শিশুকে জানাতে পারবে। যদি আমরা প্রত্যিটি মানুষ যে কোন একটি ছোট্ট জিনিস ভালভাবে শেষ করতে পারি, তাহলে এটি হচ্ছে পৃথিবীর প্রতি আমাদের রাখা একটি সবচেয়ে বড় অবদান"।
লুও হুং মনে করেন, তরুণ-তরুণীর কাছে পরিবেশ রক্ষার চেতনা জনপ্রিয় করে তোলা হচ্ছে ভবিষ্যতের জন্য পুঁজি বিনিয়োগ করা। এ ব্রতের প্রভাব হবে ব্যাপক ও স্থায়ী। লুও হুংয়ের পরিবেশ রক্ষার অভিযান চীনে অব্যাহতভাবে চালানোর সঙ্গে সঙ্গে অনেক চীনারাও আফ্রিকার ওপর বেশ গুরুত্ব আরোপ করছে। অনেকই লুও হুংয়ের শিল্প-কর্ম দেখে সচেতনভাবে পরিবেশ রক্ষার ব্রতে অংশ নিয়েছেন। ---ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |