Web bengali.cri.cn   
আফ্রিকা বিষয়ক গবেষক লিউ হুং উ'র গল্প
  2010-01-20 20:38:29  cri

আফ্রিকা বিষয়ক একজন গবেষক হিসেবে লিউ হুং উ বহুবার আফ্রিকার বিভিন্ন দেশে সফর করেছেন। আফ্রিকা বিষয়ক গবেষণায় লিউ হুং উ'র অর্জিত সাফল্য আফ্রিকার অনেকের মুগ্ধবান। চীনের আফ্রিকা গণ মৈত্রী সমিতির উদ্যোগে " আফ্রিকাকে মুগ্ধ হওয়া ১০জন চীনা" নির্বাচনে লিউ হুং উ সাফল্যের সঙ্গে বিজয়ী হয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন:

" আফ্রিকা সারা বিশ্বকে মুগ্ধ করতে সক্ষম। আমি বিশ্বাস করতে পারি না, যে এ ক্ষেত্রে আমি এতো উচ্চ পর্যায়ের মর্যাদা পেয়েছি। একজন চীনা হিসেবে ৩০ বছরের মধ্যে আমি বিভিন্ন সংকট অতিক্রম করে আফ্রিকার সভ্যতা এবং সংস্কৃতি সবাইকে জানানোর জন্য আমি অহংকার"।

লিউ হুং উ মনে মরেন, গত ৫০ বছরে চীন ও আফ্রিকার জনগণের মৈত্রী সুষ্ঠুভাবে চালিয়ে গেছে।চীনারা আফ্রিকার জনগণের কাছে অনেক মুগ্ধ কাজ করেছেন। পাশাপাশী আফ্রিকার জনগণও চীনাদের কাছে অনেক মুগ্ধ কাজ করেছেন। চলতি বছরের গ্রীষ্মকালে চীনের পূর্বাঞ্চলের চিয়াং সু প্রদেশের হাং চৌ শহরে অনুষ্ঠিত আফ্রিকার চীনা শিক্ষক চীনে আসা সংক্রান্ত এক প্রশিক্ষণ ক্লাসে লিউ হুং উ নিজের অভিজ্ঞতা নিয়ে মিসর এবং দক্ষিণ আফ্রিকাসহ ৩০জন বিদেশী চীনা শিক্ষকের কাছে এ মুগ্ধ বিষয় অবহিত করেছেন। এ সম্পর্কে লিউ হুং উ বলেন:

" আমি প্রথমবারের মত আফ্রিকায় গিয়ে আপনাদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছিলাম। আপনাদের অধ্যাপক আমাকে আফ্রিকার সাংস্কৃতিক মূল্য ও তাত্পর্য শেখাছেন। এ পর্যায় থেকে আপনারা হচ্ছেন আমাদের ভাল শিক্ষক"।

আফ্রিকায় নিজের অনেক স্ববৈশিষ্ট্যসম্পন্ন বিষয় রয়েছে। কেউ কেউ জানতে আগ্রহ থাকলে তার স্ববৈশিষ্ট্য পরিবেশ ও সংস্কৃতির মধ্য থেকে গবেষণা করতে বাধ্য হয়। অনেক চীনারা লিউ হুং উ'র লেখা পড়ার মাধ্যমে আফ্রিকাকে পছন্দ করেছেন। আফ্রিকা বিষয়ক গবেষণা কীভাবে কাজে লাগানো সম্পর্কিত আলোচনায় লিউ হুং উ বলেন:

" আফ্রিকা গবেষণা ক্ষেত্রে আমি তিনটি কথা বলতে চাই। প্রথমতঃ আফ্রিকার উত্সাহ। দ্বিতীয়তঃ চীনের স্ববৈশিষ্ট্য। তৃতীয়তঃ সারা বিশ্বের দৃষ্টি রাখা। আমি আশা করি, এ তিনটি বিষয়ের কল্যাণে চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন আফ্রিকা বিষয়ক গবেষণা কাজ নিশ্চয় সুষ্ঠুভাবে চালিয়ে যেতে সক্ষম"। ---ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040