Web bengali.cri.cn   
আফ্রিকা বিষয়ক গবেষক লিউ হুং উ'র গল্প
  2010-01-20 20:38:29  cri

লিউ হুং উ হচ্ছেন আফ্রিকা সমস্যা গবেষণা সম্পর্কে চীনের একজন বিখ্যাত গবেষক। ২০ বছরের যথাসাধ্য প্রচেষ্টায় তিনি " কাল আফ্রিকার সাংস্কৃতিক গবেষণা" এবং " দারফুর সমস্যা গবেষণা"সহ ১০টিরও বেশি কর্ম প্রকাশ করেছেন। তিনি আফ্রিকার ২০টিরও বেশি দেশে সফর করেছেন। আফ্রিকার ইতিহাসে তাঁর গভীর গবেষণা রয়েছে। উল্লেখ্য, মিসরে সবেমাত্র শেষ চীন ও আফ্রিকার সহযোগিতা ফোরাম সংক্রান্ত চতুর্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে লিউ হুং উ'র লেখা কর্ম ব্যাপকভাবে আলোচনা হয়েছে। বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" অনুষ্ঠানে আরমা লিউ হুং উ'র গল্প নিয়ে আপনাদেরকে পরিচয় দেবো।

১৯৫৮ সালে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুন নান প্রদেশের " শি শুয়ান পান না" অঞ্চলে লিউ হুং উ জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রধান পেশাগত বিষয় হচ্ছে বিশ্বের ইতিহাস এবং মধ্য-প্রাচ্য সমস্যা। তবে আফ্রিকায় গিয়ে লেখাপড়া তাঁর আফ্রিকা বিষয়ক গবেষণার জন্য বেশ সাহায্য প্রদান করেছে। এ সম্পর্কে লিউ হুং উ বলেন:

" ১৯৯০ সালে আমি প্রথমবারের মত আফ্রিকায় লেখাপড়া করি। সেসময় আফ্রিকায় যাওয়া লেখাপড়ার লোকের সংখ্যা খুবই কম ছিল। তবে সেখান যেতে আমি খুবই আগ্রহী। আমি মনে করি, আফ্রিকার অনেক স্থান খুবই আকর্ষিত। যেমন ভাবা তেমন কাজি আমি আফ্রিকায় গিয়েছিলাম। কারন ছোটবেলায় আমি চীনের সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলে থাকি। সংখ্যালঘু জাতির সংস্কৃতি ও শিল্প আমার পছন্দ। অবশ্যয়, আফ্রিকাও এমন একটি স্থান। সেখানকার প্রকৃতি, পরিবেশ, সংস্কৃতি ও শিল্প সব আমার দৃষ্টি আকর্ষণ করেছে। সুতরাং, আফ্রিকার সাংস্কৃতিক ইতিহাস গবেষণা করতে আমি আগ্রহী"।

১৯৯১ সালে নাইজেরিয়া থেকে স্বদেশে ফিরে আসার পর লিউ হুং উ'র উদ্যোগে ইয়ুন নান বিশ্ববিদ্যালয়ে আফ্রিকা বিষয়ক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। আফ্রিকা বিষয়ক গবেষণা ব্রত দ্রুততার সঙ্গে চালানো এবং এ ক্ষেত্রে বেশি প্রযুক্তিবিদ প্রশিক্ষণের লক্ষ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় , শিক্ষা মন্ত্রণালয় এবং চে চিয়াং শিক্ষক বিশ্ববিদ্যালয়ের যৌথ সাহায্যে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে চে চিয়াং শিক্ষক বিশ্ববিদ্যালয়ে চীনের প্রথম আফ্রিকা বিষয়ক গবেষণা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।

দু'বছরের নিরলস প্রচেষ্টায় এ গবেষণা কলেজ ইতোমধ্যেই চীনের ব্যাপকতা থেকে একটি সর্বোচ্চ এবং সবচেয়ে বিখ্যাত আফ্রিকা বিষয়ক গবেষণা সংস্থায় পরিণত হয়েছে। এ ছাড়া, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্যে " চীন ও আফ্রিকার সহযোগিতা ফোরাম সংক্রান্ত গবেষণা কেন্দ্র"ও প্রতিষ্ঠিত হয়েছে।

এ পর্যন্ত, এ গবেষণা কলেজ ইতোমধ্যেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক গবেষণার দায়িত্ব বহন করেছে। লিউ হুং উ'র ইংরেজি ভাষা তৈরী লেখা " চীন ও আফ্রিকা সহযোগিতার ৫০ বছরঃ চীন ও আফ্রিকার সম্পর্কে চীনা পন্ডিতের বক্তব্য" এবারের মিসরে অনুষ্ঠিত চীন ও আফ্রিকার সহযোগিতা ফোরাম সংক্রান্ত চতুর্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে আলোচনা করা হয়েছে। যা সুষ্ঠুভাবে আফ্রিকার জনগণের কাছে চীনাদের বন্ধুত্বপূর্ণ মৈত্রী অবহিত করেছে।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040