Web bengali.cri.cn   
চীনের প্রাচীন কালের সম্রাট হুয়াংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন
  2010-01-08 20:09:35  cri

 

চীনের প্রাচীন কালের সম্রাট হুয়াং অর্থাত্ "হুয়া তি" হচ্ছে চীনের প্রাচীন কালের শেষ দিকের একজন মহান নেতা এবং চীনা জাতির সৃজনশীল সংস্কৃতির ধারক একজন খ্যাতিমান পূর্বপুরুষ।

তাঁকে স্মরণের জন্য খৃষ্টান ৪২২ সাল থেকে চীনের প্রাচীণ রাজবংশের রাজারা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে শ্রদ্ধা নিবেদন করতো ।

সম্প্রতি অনুষ্ঠিত চীনের প্রাচীন সম্রাট হুয়াংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান দেশি-বিদেশী চীনাদের দৃষ্টি আকর্ষণ করেছে । শ্রদ্ধা নিবেদনের এ অনুষ্ঠান সাধারণত " ছিং মিং" উত্সবের সময় আয়োজন করা হয়ে থাকে।

এতে অনেক শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বেসরকারীভাবে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সাধারণত দ্বৈত নবম উত্সবে আয়োজন করা হয়ে থাকে । এখন চীনের প্রাচীন কালের সম্রাট হুয়াংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় স্হান পেয়েছে।

বন্ধুরা, আজকের " চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো। "হুয়াং তি"র প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান " সারা দেশে প্রথম সম্রাট" শিরোনামে হুয়া তি লিংয়ে অনুষ্ঠিত হয়।

হুয়াং তি লিং চীনের শান' সি প্রদেশের ইয়ান আন শহরের হুয়াং লিং জেলায় অবস্থিত। যা চীনের ছিং রাজবংশের আমলে নির্মিত হয়।

ইতোমধ্যেই বহুবার এ স্হানটির ব্যাপক সংস্কার করা হয়েছে । সম্রাটের কর্মকর্তা চাং ছি বলেন: " সম্রাটের ভাষ্কর্যের আকার খুবই বড় নয়, তার উচ্চতা ৩.৬ মিটার। দৈর্ঘ্য ৪৮ মিটার।

এর আয়তন হচ্ছে ২ শ বর্গমিটার"।
1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040