|
একই বছরের ডিসেম্বর মাসে লি রুই পুনরায় ওয়েন ছুয়ানে পৌঁছান। ডিসেম্বর মাসে সি ছুয়ানের আবহাওয়া খুবই ঠান্ডা থাকে, তবে লি রুই তার পরও প্রতিদিন ক্যামেরা নিয়ে ছবি তোলার চেষ্টা করেছেন। প্রায় এক শ'রও বেশি দিন ধরে লি রুই ওয়েন ছুয়ানের মোট ৩৮টি গ্রাম চষে বেড়িয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন:
"শুরুর দিকে এটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। কারণ, সে এলাকাটার পুরোটাই পাহাড়ী অঞ্চল। কয়েকটা সড়কের নাম ফলকই যথেষ্ট নয় সে এলাকা ঘুরে বেড়ানোর জন্য । আমি ওয়েবসাইটে ওয়েন ছুয়ানের বড় এবং ছোট সব জায়গার বিস্তারিত তথ্য খুঁজে বের করেছি"।
এ সব তথ্য সেখানে তাঁর ছবি তোলার কাজে বেশ সহায়ক ভূমিকা রেখেছে । লি রুই'র ছবিতে আমরা দুর্গত অঞ্চলের শিশুদের আনন্দের এবং হাসি মুখের ছবি বেশি দেখতে পাই । লি রুই বলেন, শিশুরা হচ্ছে ভবিষ্যতের আশা, শিশুদের হাসি সকলের মনকে বেশি মুগ্ধ করতে পারে ।
২০০৯ সালের মে মাসে লি রুই'র " ওয়েন. পি আন" শীর্ষক আলোকচিত্র কর্মের এলবাম প্রকাশিত হয়। তাঁর এ আলোকচিত্র থেকে আমরা বুঝতে পেরেছি যে, শিশুরাই হচ্ছে ভবিষ্যতের স্বপ্ন এবং আশার আলো, তাদের উপরই একদিন বর্তাবে চীনের মহান দায়িত্ব । আমরা তাঁর আলোকচিত্র কর্মের মধ্যে দেখতে পাই যে, কি ভাবে ওয়েন ছুয়ান দুর্গত অঞ্চলের অধিবাসীরা তাদের নিজেদের জীবন-যাত্রার পুন উন্নয়নের জন্য যথাসাথ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার একটি বাস্তব চিত্র ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |