Web bengali.cri.cn   
নারী আলোকচিত্র শিল্পী লি রুইর গল্প
  2010-01-06 20:48:08  cri

প্রিয় বন্ধুরা, লি রুই একজন উদ্দিপনাময় প্রাণ চঞ্চল তরুণী । জীবন ক্ষেত্রে সে একজন সফল আলোকচিত্র শিল্পী। ২০০৮ সালের ১২ মে চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভয়াবহ ভূমিকম্পের পর, একজন আলোকচিত্র সংবাদদাতা হিসেবে প্রথমবারের মত ওয়েন ছুয়ানে গিয়েছিলেন।

সে সময় থেকেই ওয়েন ছুয়ানের সঙ্গে তার একটি বিশেষ সুসম্পর্ক গড়ে উঠেছে । ২০০৯ সালের বসন্তকালে লি রুই'র " ওয়েন . পি আন" নামক আলোকচিত্র প্রদর্শনী পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। তিনি তাঁর এবারের এ প্রদর্শনী থেকে অর্জিত সকল আয় ভূমিকম্প দুর্গত অঞ্চলের ছাত্রছাত্রীদের কল্যাণে দান করেছেন।

বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ব্যক্তিত্ব" অনুষ্ঠানে আমরা লি রুই'র অজানা সব গল্প আপনাদেরকে শোনাবো এবং তার সৃষ্ট শিল্পকর্মের সঙ্গে পরিচয় করিয়ে দেবো।

লি রুই আমাদের সংবাদদাতাকে বলেছেন, ওয়েন ছুয়ানে পৌঁছার পর, তাঁর প্রথম অনুভূতি ছিল দুঃখ্যময় দারুণ মানষিক কষ্টের । এ সম্পর্কে তিনি বলেন:

" ২০০৮ সালের ১২ মে একজন আলোচচিত্র সংবাদদাতা হিসেবে আমি প্রথমবারের মত ওয়েন ছুয়ানে গিয়েছিলাম। হয়তো নিজেই একজন মেয়ে হিসেবে সেখানকার করুণ ও ভয়াবহ অবস্থা দেখে আমার কোন ছবি তোলার উত্সাহ ছিল না"। তবে তার দায়িত্বের কথা ভেবে তাকে ছবি তুলতে হয়েছিল ।

দুর্গত অঞ্চলের লোকজনের সাক্ষাত্কার নেয়া এবং দূর্লভ ছবি তোলার পর, লি রুই পেইচিংয়ে ফিরে আসেন। দুর্গত অঞ্চলের দুর্দশাপূর্ণ করুণ অবস্থা তাঁর মনে বেদনার গভীর ছাপ ফেলে। কর্ম জীবনে লি রুই দুর্গতদের জীবন যাত্রার ওপর বেশ গুরুত্ব আরোপ করেন।

২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের পর, একবার দুর্গত অঞ্চলের বৈদেশিক শিশু ত্রাণ তহবিলের কর্মী ছেন সিয়াও ওয়েই'র সঙ্গে কথা বলার পর লি রুই পুনরায় দুর্গত অঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ সম্পর্কে তিনি বলেন:

" আমরা একমত হয়েছি যে, এ তহবিলের আর্থিক সাহায্যের লক্ষে আমি পুনরায় ওয়েন ছুয়ানে যাবো"।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040