Web bengali.cri.cn   
ঢাকায় দক্ষিণ এশিয়ার নারী সংসদ সদস্যদের আন্তর্জাতিক সম্মেলন শুরু
  2012-07-08 19:11:05  cri

রাজধানী ঢাকায় রোববার থেকে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের নারী সংসদ সদস্যদের আন্তর্জাতিক সম্মেলন।

বাংলাদেশের রাজধানী ঢাকায় রোববার শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নারী সংসদ সদস্যদের আন্তর্জাতিক সম্মেলন। চারদিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন ৮টি দেশের শতাধিক নারী সংসদ সদস্য। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও অধিকার প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার নারীনেত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে সম্মেলনের উদ্বোধনী দিনে।

দক্ষিণ এশিয়ার মধ্যে নিজ দেশ আফগানিস্তানে নারীদের অবস্থা সবচেয়ে নাজুক বলে মনে করেন সেদেশের সংসদ সদস্য শুকরিয়া বারখজি। বাংলাদেশের নারীদের ভালো অবস্থাকে নিজেদের জন্য স্বপ্ন বলে মন্তব্য করেন তিনি।

উন্নয়ন সহযোগীদের উদ্যোগে আয়োজিত চারদিনের এ সম্মেলনে প্রতিদিন নীতি নির্ধারণ, সুশাসন, আন্তঃদেশীয় সংসদগুলোর সম্পর্ক বিষয়ে নারী সদস্যদের ভূমিকা নিয়ে থাকবে বেশ কিছু আলোচনা সেশন ও কর্মশালা।

---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040