Web bengali.cri.cn   
বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকলের মেয়াদ দুই বছর বাড়ছে
  2012-07-03 18:35:21  cri

বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকলের মেয়াদ দুবছর বাড়ানোর সম্মতিপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার ও ভারতের নৌসচিব প্রদীপ কুমার সিনহা।

নৌ-প্রটোকলের মেয়াদ আরো দুবছর বাড়াতে রাজি হয়েছে বাংলাদেশ ও ভারত। এ বিষয়ে মঙ্গলবার সকালে দুদেশের মধ্যে একটি যৌথ সম্মতিপত্র স্বাক্ষরিত হয়েছে।

ঢাকায় সচিব পর্যায়ের দুদিনের বৈঠক শেষে বাংলাদেশের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার ও ভারতের পক্ষে সেদেশের নৌসচিব প্রদীপ কুমার সিনহা সম্মতিপত্র স্বাক্ষর করেন।

পরে এক সংবাদ সম্মেলনে নৌপরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার বলেন, দুদেশের নৌ-প্রটোকলের মেয়াদ ২০১৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামি সপ্তাহে নতুন এ প্রটোকল স্বাক্ষরিত হবে।

প্রটোকলের আওতায় রক্ষণাবেক্ষণের কাজে ভারত যে ৫ কোটি টাকা দিত তা বাড়িয়ে ১০ কোটি টাকা করা হয়েছে। ছাড়া বাংলাদেশের আখাউড়া হয়ে ভারতের আগরতলায় পণ্য পরিবহনের জন্য নয়াদিল্লির আর্থিক সহযোগিতায় আশুগঞ্জ নৌবন্দরের উন্নয়ন করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040