Web bengali.cri.cn   
দি পিয়ানো ইন অ্য ফ্যাক্টরি
  2012-06-14 16:37:27  cri

প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা 'দি পিয়ানো ইন অ্য ফ্যাক্টরি' শীর্ষক চলচ্চিত্রের প্রধান বিষয় শুনলেন।

এ চলচ্চিত্রে কর্মচ্যুত কর্মী ছেন কুই লিনের চরিত্রে রূপদান করেছেন ওয়াং ছিয়ান ইউয়ান। ছবিতে তাঁর অভিনীত চরিত্র ছেন কুই লিনের কোম্পানির বর্জ্য ইস্পাত দিয়ে মেয়ের জন্য বাবার ভালোবাসায় ভরপুর একটি পিয়ানো তৈরি করার গল্প বর্ণনা করা হয়েছে। এ চলচ্চিত্রের দৃষ্টিভঙ্গি একটু বিশেষ ধরনের এবং এটি ব্যঙ্গকৌতুকে ভরপুর।

যে যুগের ঘটনা নিয়ে চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে, সে যুগের পরিস্থিতি একটু কষ্টকর হলেও ছেন কুই লিন নিজের সংস্কারমুক্ত আশাবাদ দিয়ে সাধারণ জীবনে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করেন। ছবিতে মেয়ের সঙ্গে ছেন কুই লিনের থাকা এবং বন্ধুদের সঙ্গে ছেন কুই লিনের ইস্পাতের পিয়ানো তৈরির দৃশ্য দেখে আমরা এক ধরনের উষ্ণ শক্তি অনুধাবন করতে পারি।

উ ইউ সেনসহ চীনের অনেক বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং উপস্থাপক ছুই ইয়োং ইউয়ান এ চলচ্চিত্রের উচ্চ প্রশংসা করেন। আমরা যখন বাস্তবতার মুখোমুখি হই, তখন হয়তো তার কোনো পরিবর্তন করতে পারি না। কিন্তু আমরা যে প্রচেষ্টা চালাই, তাই যথেষ্ট। মহান কোনো কিছু হয়তো সৃষ্টি করতে পারি না, তবে আমরা অন্তত নিজের জন্য গৌরবময় একটি স্মৃতি ধারন করতে পারি। এটি আমাদেরকে শেখায় 'দি পিয়ানো ইন অ্য ফ্যাক্টরি' চলচ্চিত্রটি।

আচ্ছা, প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান এখনেই শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। চেইচিয়ান।

এখন শুনুন আমার সহকর্মী শান্তা মারিয়ার পরিবেশিত আলোছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।

লিলি/শান্তা


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040