Web bengali.cri.cn   
দি পিয়ানো ইন অ্য ফ্যাক্টরি
  2012-06-14 16:37:27  cri

একটি আকস্মিক সুযোগে ছেন কুই লিন পিয়ানো সম্পর্কিত রাশিয়ার একটি বই পড়েন। তাই তিনি বন্ধুদেরকে নিয়ে আগেকার কারখানার ভবনে নিজের হাতে একটা পিয়ানো তৈরি করতে শুরু করেন।

প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে ছেন কুই লিনের বন্ধু যন্ত্রশিল্পী ওয়াং সবাইকে পিয়ানোর গঠন ব্যাখ্যা করছেন।

যন্ত্রশিল্পী ওয়াং বলেন, পিয়ানোর উদ্ভব ফ্রান্সের চতুর্দশ লুইয়ের যুগে। এটি সুন্দর আওয়াজ বাজানো এক ধরনের বাদ্যযন্ত্র। পিয়ানোর আট হাজারেরও বেশি খুচরা যন্ত্রাংশ আছে এবং সেটি তার, কাঠামো এবং ধ্বনি বক্সসহ বেশ কয়েকটি অংশ নিয়ে গঠিত।

পটকাবাজির আওয়াজের মধ্য দিয়ে পিয়ানো তৈরির এই বিশাল প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ছেন কুই লিন এবং তাঁর বন্ধুরা নানা ধরনের কাঠের উপকরণ খুঁজে বের করার প্রচেষ্টা চালান।

তারপর তাঁরা আবিষ্কার করেন যে, তাঁদের পক্ষে কাঠ দিয়ে পিয়ানো তৈরি অসম্ভব। তাই ছেন কুই লিন ইস্পাত দিয়ে একটি পিয়ানো তৈরি করার সিদ্ধান্ত নেন।

স্পেনের উদ্দীপনাময় নৃত্যের সঙ্গীত প্রচারের সঙ্গে সঙ্গে ইস্পাত পিয়ানো তৈরির কাজ শেষ হয়।

অবশেষে মা সিও চুই সিও ইউয়ানকে নিয়ে কারখানায় আসেন।

মেয়ে বাবাকে জিজ্ঞেস করে, বাবা, এই পিয়ানো কি আওয়াজ করতে পারে?

বাবা উত্তর দেন, অবশ্যই।

মেয়ে আবার জিজ্ঞাস করে, বাবা, আপনি কী সঙ্গীত শুনতে চান?

বাবা বলেন, একটু সহজ গান হলে বেশি ভালো হবে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040