|
প্রিয় শ্রোতা, আপনারা মুভির যে সঙ্গীতটি শুনছেন তার নাম হলো শর্ট টার্ম ডোরি ।
এভাবে মার্লিন এবং ডোরি দুটি মাছ বিশাল প্রশান্ত মহাসাগরে ঝুঁকি নিতে নিতে নানা রকমের বন্ধুর সঙ্গে মিলিত হয়, সঙ্গে সঙ্গে নানা ধরনের সংকটের সম্মুখীনও হয়।
অবশেষে বাবা মার্লিন অনেক বিপদ কাটিয়ে ছেলে নিমোর সঙ্গে দেখা করে এবং নিরাপদে তাদের জন্মস্থানে ফিরে যায়। আগে সেই ভীরু মার্লিন এবারের অভিজ্ঞতার পর ছেলের চোখে একজন সত্যিকার বীরে পরিণত হয়।
আচ্ছা, প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা ফাইন্ডিং নিমো চলচ্চিত্রের প্রধান বিষয় শুনলেন।
আমরা প্রত্যেকটি চলচ্চিত্র উপভোগের সময় গল্পের মধ্যে নিজের মন ও জীবনকে অনুভব করি। অর্থ, প্রেম, ইতিহাস, কমেডি, জাদু বা রোমাঞ্চকর গল্পের মধ্যে মাঝে মাঝে নিজের ছায়া দেখতে পারি। এই যুগে এমন একটি চলচ্চিত্র তৈরি করা খুবই কঠিন যা সবাই পছন্দ করবে। আমার জন্য ফাইন্ডিং নিমো চলচ্চিত্রটি আমার মনের সবচেয়ে নরম একটি অংশ ছুঁয়েছে।
ফাইন্ডিং নিমো চলচ্চিত্রের কথা বলতে গেলে আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করতে হবে। তা হলো এই চলচ্চিত্রের উন্নত কম্পিউটার গ্রাফিক প্রযুক্তি। আসলে প্রতিবার পিক্সার অ্যানিমেশন স্টুডিও যে একটি নতুন কার্টুন চলচ্চিত্র তৈরি করে, তা কার্টুন চলচ্চিত্র মহলের একটি বিরাট ব্যাপার। পর্দায় রংধুর মতো উজ্জ্বল রং এবং সমুদ্রের প্রত্যেক প্রাণবন্ত প্রাণী হলো পিক্সার অ্যানিমেশন স্টুডিওর সবচেয়ে উন্নত কম্পিউটার গ্রাফিক প্রযুক্তির অবদান। অনেক মার্কিন চলচ্চিত্র পর্যালোচক এই চলচ্চিত্র দেখার পর এভাবে বলেন, তাঁরা জানেন না, কম্পিউটার গ্রাফিকের ক্ষেত্রে পিক্সার এর বেলায় এমন কোনো কাজ আছে কিনা যা তারা করতে চেয়েও করতে পারেনি। আরেক জন চলচ্চিত্র পর্যালোচক রসিকতা করে বলেন, বর্তমানে আমার সবচেয়ে আগ্রহের বিষয় হলো, আগামী ২৫ বছরের মধ্যে পিক্সার কোন কর্মী বরখাস্ত করবে না এবং নতুন কর্মী নিয়োগ করবে না। তাঁর এই কথার বাইরের অর্থ হলো: বর্তমানে পিক্সারের এই দল সবাইয়ের কল্পনা করা কার্টুন চলচ্চিত্র তৈরি করছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |