Web bengali.cri.cn   
সাগর স্বর্গ
  2012-05-24 19:39:13  cri

প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন তাতে বাবা এবং ছেলের একসাথে সাঁতার কাটার দৃশ্য বর্ণনা করা হয়।

তিনি তা ফুকে বলেন, সাগর কচ্ছপ সবচেয়ে আয়ুষ্মান এক ধরণের প্রাণী। আমি অচিরেই একটি সাগর কচ্ছপে পরিণত হয়ে চিরদিন তোমার পাশে থাকবো। অবশেষে বাবা ওয়াং সিন ছেং মারা যান। কিন্তু তাঁর মনে আর কোন দুঃখ নেই। তা ফু মাছের এ্যাকুরিয়ামে চাকরি করতে অভ্যস্ত হন। প্রতিদিন নেকড়ার ঝাড়ু দিয়ে মেঝে ঝাঁট দেন এবং সাঁতার কাটেন।

চলচ্চিত্রের শেষে তা ফু ছোটবেলায় বাবার পিছনে থাকার মতো একটি সাগর কচ্ছপের পিছনে থাকে এবং তার সঙ্গে সাঁতার কাটেন।

চলচ্চিত্র মহলের অনেক বিশেষজ্ঞ এভাবে বলেন, 'ocean heaven' হলো বর্তমানে চীনের চলচ্চিত্রের বাজারে একটি দুর্লভ কাহিনী। চলচ্চিত্রে একটি বিশেষ দিক থেকে বাবা ও ছেলের আন্তরিক ভালোবাসা প্রদর্শন করা হয়। এর সত্যিকার ভাবানুভূতি অবশ্যই প্রত্যেক দর্শককে মুগ্ধ করতে সক্ষম। 'ocean heaven' চলচ্চিত্র শুটিং করার উদ্দেশ্য প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সুয়ে সিও লু বলেন, ১৯৯৪ সালে আমি একজন সেচ্ছাসেবক হই। তখন আমি প্রথমবারের মতো অটিজম রোগীদের সঙ্গে যোগাযোগ করি। দশ বছরেরও বেশি সময় ধরে অটিজম রোগীদের আত্মীয়স্বজনদের পারিবারিক ভাবমূর্তিতে আমি অসংখ্যবার অভিভূত হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে আমি তাদের মনঃকষ্ট উপলব্ধি করি। তাই 'ocean heaven' নামে এই চলচ্চিত্র শুটিং করার ইচ্ছা আমার মনে জেগে ওঠে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এ চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রী প্রসঙ্গে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। চলচ্চিত্রে বাবা ওয়াং সিন ছেংয়ের চরিত্র রূপায়ণ করা অভিনেতার নাম হলো লি লিয়ান জিয়ে, তাঁর ইংরেজী নাম হলো জেট লি। 'ocean heaven' চলচ্চিত্র হলো তাঁর একটানা ২৫ বছরব্যাপী চলচ্চিত্র জীবনের প্রথমবারের মতো কোন কুংফু দৃশ্যগুলো না থাকার চলচ্চিত্র। তাই এই চলচ্চিত্র তথ্যমাধ্যমের বেশি দৃষ্টি আকর্ষণ করে। 'কুং ফু রাজা' জেট লির জন্য চলচ্চিত্রে কোন কুংফু দৃশ্য না থাকা চরিত্রে অভিনয় করা তাঁর কাছে একটি নতুন প্রচেষ্টা। তিনি বলেন, আগেও চলচ্চিত্রে আমি বাবার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু সেগুলো কুংফু চলচ্চিত্র। এই চলচ্চিত্রে আমি একজন সাধারণ বাবা। জেট লি আরো বলেন, 'ocean heaven' চলচ্চিত্রের কাহিনী তাঁকে মুগ্ধ করে। এতে দর্শকরা উপলব্ধি করেন যে, সরল ও নির্মল জীবনে একটু সামান্য ভালোবাসা জীবনকে আরো সুন্দর করতে পারে। এই ছবি দেখে আমি কাঁদতে পারি এবং দর্শককে কাঁদাতে পারি।

ছেলের চরিত্রে রূপদানকারী অভিনেতার নাম হলো ওয়েন চাং। তিনি চীনের খুব বিখ্যাত টিভি নাটক ও চলচ্চিত্র তারকা। চলচ্চিত্রে ছেলে তা ফু সাঁতার কাটতে খুব দক্ষ। ওয়েন চাং আগে সাঁতার কাটতে পারতেন না। এ চলচ্চিত্রের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। তিনি বলেন, চলচ্চিত্রের সুইমিং পুলে তিনি নিজের সাঁতার কাটার দৃশ্য বিশ্বাস করতে পারেন না।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040