Web bengali.cri.cn   
আন্ডার দ্য হাওথর্ন ট্রি
  2012-05-09 14:30:48  cri

চিং ছিউয়ের পরিবার দরিদ্র বলে তাঁকে শারীরিক শ্রম করতে হবে। এর কারণে তাঁর পায়ে আঘাত লাগে। লাও সান তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চান। কিন্তু চিং ছিউ টাকা খরচ করতে চান না। তাই লাও সান ছুরি দিয়ে নিজের বাহু কাটেন। চিং ছিউ হাসপাতালে যাওয়ার কথায় সায় দেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনা এখন চলচ্চিত্রের যে অংশ শুনছেন তা হলো দু'জনের কথোপকথন।

লাও সান ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকেন। চিং ছুউ হাসপাতালে তাঁকে দেখার সময় লাও সান চিং ছুউকে সত্যি খবর জানান নি। লাও সান চিং ছিউকে বলেন, তার একটু ঠান্ডা লেগেছে। চিং ছিউ রাতে তার কাছে থাকতে চান কিন্তু নার্স রাজী হন নি। নার্স চিং ছিউকে বহিষ্কার করেন। হাসপাতালের দরজার বাইরে দাঁড়ানো চিং ছিউকে দেখে লাও সানের চোখ কান্নায় ভরে ওঠে।

দ্বিতীয় দিনে চিং ছিউকে বাড়িতে ফিরতে হবে। তাঁরা পরস্পরের কাছ থেকে বিদায় নিচ্ছেন।

প্রিয় শ্রোতা, আপনার এখন চলচ্চিত্রের যে অংশ শুনছেন তা হলো তাঁদের বিদায় নেয়ার দৃশ্য। তাঁরা একটা নদীর দু'পারে দাঁড়িয়ে যার যার দুটি বাহু প্রসারিত করে একটি বৃত্ত করেন। এই বৃত্ত মানে একটি আন্তরিক আলিঙ্গন।

লাও সানের অন্তিমকালে চিং ছিউ তাঁকে দেখেন। চিং ছিউ বার বার নিজের নাম ডাকছেন এবং লাও সানের প্রতিক্রিয়ার প্রত্যাশায় রয়েছেন। চিং ছিউ কান্নার সঙ্গে সঙ্গে বলেন, তুমি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে, আমি নিজের নাম ডাকলে

তুমি আমার সামনে আসবে। তুমি বলো, আমি লাল কাপড় পরলে দেখতে সুন্দর লাগে। তুমি দেখো, আমি লাল কাপড় পরে তোমার সামনে দাঁড়িয়ে আছি। চিং ছিউ দেখেন, লাও সানের বিছানার উপরে সিলিংয়ে তাঁদের দু'জনের গ্রুপ ছবি লাগানো হয়।

লাও সান মারা যাওয়ার পর তাঁর উইল অনুযায়ী তাঁকে সেই হাওর্থন গাছের নীচে কবর দেয়া হয়। সাংস্কৃতিক বিপ্লবের পর চিং ছিউ বিদেশে অধ্যয়ন করেন। প্রতিবছর তিনি সি পিং গ্রামের সেই হাওর্থন গাছের কাছে লাও সানকে দেখতে আসেন। তারপর তিন গিরিখাত জলসেচ প্রকল্পের কারণে গোটা সি পিং গ্রাম হস্তান্তর করা হয়। তবে চিং ছিউ প্রতি বছর লাও সানকে দেখার জন্য সেখানে যান।

আজকের অনুষ্ঠানের শেষে আমরা একসাথে এই চলচ্চিত্রের একটি থিম সঙ্গীত শুনবো।

সুন্দর কিন্তু একটু বেদনাময় এই গানটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040