Web bengali.cri.cn   
আন্ডার দ্য হাওথর্ন ট্রি
  2012-05-09 14:30:48  cri

মে মাসে পেইচিংয়ে হাওয়ায় ছড়িয়ে আছে গরমকালের তাজা আমেজ। এই সুন্দর ঋতুতে ঘাস এবং নানা রকমের ফুলের শোভায় মন ভরে ওঠে। আজকের অনুষ্ঠানে আমি যে চলচ্চিত্রটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই তা এক ধরনের গাছের সঙ্গে সম্পর্কিত। চলচ্চিত্রের নাম হলো আন্ডার দ্য হাওথর্ন ট্রি, অর্থাত্ হাওথর্ন গাছের নীচে। এতে একটি আবেগপূর্ণ বেদনাময় প্রেমের গল্প বর্ণনা করা হয়। চীনের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাং ই মৌ এটি নির্মাণ করেন। পরে আমি এ চলচ্চিত্রের প্রধান বিষয় সবাইকে একটু ব্যাখ্যা করবো।

প্রথমে আমরা একসঙ্গে গায়ক ছেন ছু শেংয়ের গাওয়া এই চলচ্চিত্রের একটি গান শুনবো।

'হাওথর্ন গাছের নীচে' শিরোনামে চলচ্চিত্রে বিংশ শতাব্দীর ৭০ দশকের প্রথমদিকের একটি প্রেমের গল্প বর্ণনা করা হয়। প্রধান নারী চরিত্র চিং ছিউ একজন শহরবাসী সুন্দর মেয়ে। তিনি শিক্ষা অনুশীলন গ্রুপের সঙ্গে সি পিং গ্রামে যান। সেখানে বিপ্লবের ঐতিহ্য সম্পর্কিত গল্প সংগ্রহ করেন তারপর শিক্ষাদানের জন্য পাঠ্য বই লেখেন। তিনি অস্থায়ীভাবে গ্রামের মোড়লের পরিবারে খান এবং বাস করেন। লাও সান নামে একজন ছেলে মাঝে মাঝে গ্রামের মোড়লের পরিবারে এসে খান। তিনি কাছাকাছি নিযুক্ত ভৌগোলিক জরীপ দলের একজন সদস্য। লাও সান একজন সুদর্শন এবং রসিক ছেলে। পারিবারিক পটভূমি খুব ভালো নয় বলে চিং ছিউ অনাদর বোধ করেন। লাও সানের বাবা সামরিক অঞ্চলের কমান্ডার। চিং ছিউকে প্রথমবার দেখেই লাও সান তাকে ভালোবেসে ফেলেন। চিং ছিউয়ের জন্য লাও সান যে কোন কাজ করতে ইচ্ছুক। লাও সান চিং ছিউয়ের স্নাতক ডিগ্রি এবং চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করেন। চিং ছিউয়ের মনের সব ইচ্ছা বাস্তবায়নের পর যখন সুখের সময় আসার কথা সে সময় লাও সান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। লাও সান নিজের জীবনের মাধ্যমে চিং ছিউকে দেওয়া তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। লাও সান বলেছিলেন, 'আমি তোমার জন্য এক বছর আর এক মাস অপেক্ষা করতে পারি না। আমি তোমার ২৫ বছর বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি না। কিন্তু আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি।'

'হাওর্থন গাছের নীচে' শিরোনামে চলচ্চিত্রকে 'ইতিহাসের সবচেয়ে নির্মল প্রেমের গল্প' বলে গণ্য করা হয়। চলচ্চিত্রটি লেখক আই মির একই নামের উপন্যাস অনুসারে নির্মাণ করা হয়। উপন্যাসটি প্রধান নারী চরিত্র চিং ছিউয়ের একটি বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা হয়। প্রধান পুরুষ চরিত্র লাও সানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চিং ছিউ ৩০ বছর আগে লেখা স্মৃতিকথা তাঁর সেরা বন্ধু আই মিকে দেন এবং আই মির কাছে উপন্যাস লেখার অনুরোধ জানান। উপন্যাসে অধিকাংশ কথোপকথন চিং ছিউয়ের নিজের লেখা।

উপন্যাস লেখার পর লেখক আই মি তাকে বিদেশের সাহিত্য ওয়েবসাইটে রাখেন। অল্প কয়েক মাসের মধ্যে তা বিদেশে পাঠকদের মধ্যে সমাদৃত হয়। তারপর চীনে জনপ্রিয় হয়ে ওঠে। যারা ১৯৬০ সালের পর এবং ১৯৭০ সালের আগে জন্মগ্রহণ করেছেন তারা এই উপন্যাসের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তাঁরা এভাবে বলেন, উপন্যাসে প্রধান চরিত্রের মনের অবস্থার আমাদের প্রথম প্রেমের সঙ্গে মিল আছে। সাধারণ মানুষ উপন্যাসের উচ্ছ্বসিত প্রশংসা করার সঙ্গে সঙ্গে অনেক বিখ্যাত লেখকও এই উপন্যাসের ইতিবাচক মূল্যায়ন করেন।

'হাওর্থন গাছের নীচে' শিরোনামে চলচ্চিত্রে প্রধান পুরুষ ও নারী চরিত্রের মৈত্রী ও প্রেম পরস্পরকে একটি মিছরি ও একটি কলম বিনিময় থেকে ক্রমশ বিকশিত হয়। এক একটি বিস্তারিত খুটিনাটি আমাদেরকে একটি নির্মল প্রেমের জগতে বয়ে নিয়ে যায়। চলচ্চিত্রে ধূসর রংকে মূল সুর হিসেবে বেছে নেয়া হয়। এতে সাংস্কৃতিক বিপ্লবের যুগের একঘেঁয়ে ঐতিহাসিক পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। চীনের ইতিহাসের সেই ধূসর রংয়ের অবস্থা এবং হাওর্থন গাছের লাল রংয়ের ফলের মধ্যে বিশাল বৈপরীত্য সৃষ্টি করা হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন চলচ্চিত্রের যে অংশ শুনছেন তা হলো প্রধান নারী চরিত্র চিং ছিউয়ের ভৌগলিক জরীপ দলে আসা এবং প্রধান পুরুষ চরিত্র লাও সানের আনুষ্ঠানিক আবির্ভাব।

চিং ছিউ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়ার পর আবার সি পিং গ্রামে ফিরে আসেন। লাও সান বাস স্টেশনে তাঁর জন্য অপেক্ষা করেন। গ্রামের মোড়লের পরিবারে যাওয়ার পথে তাঁদের দু'জনকে একটি ছোট নদী পার হতে হবে। লাও সান নিজের হাত চিং ছিউকে দেন কিন্তু চিং ছিউ হাত ধরতে রাজী নন। লাও সানের মনে একটি উপায় জেগে ওঠে। তিনি একটি কাঠের লাঠি কুড়িয়ে নিয়ে তার এক প্রান্ত চিং ছিউকে দেন এবং তিনি অন্য একটি প্রান্ত হাতে ধরেন। তাঁরা এভাবে নদী অতিক্রম করেন। কিন্তু মজার বিষয় হলো নদী অতিক্রমের পরও তাঁরা সেই কাঠের লাঠি হাতে ধরে রাখেন। আস্তে আস্তে লাও সানের হাত চিং ছিউয়ের হাতের কাছাকাছি আসে। অবশেষে তাঁদের দু'জনের হাত মিলে যায়।

প্রিয় শোতাবন্ধুরা, আপনারা এখন চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে তাঁদের একসাথে নদী অতিক্রমের দৃশ্য বর্ণনা করা হয়।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040