Web bengali.cri.cn   
টাইট্যানিক চলচ্চিত্র
  2012-05-03 16:34:56  cri

যারা টাইট্যানিক চলচ্চিত্রটি দেখেছেন অবশ্যই এই যুগল তাদের মনে গভীর ছাপ ফেলেছে। জ্যাক এবং রোজ টাইট্যানিক জাহাজের ডেকের কোণায় দাঁড়িয়ে আছে যেন ডানা মেলা দুটি পাখির মতো। শান্ত সাগর এবং সুন্দর সূর্যাস্তের আলোয় জ্যাক এবং রোজ পরস্পরকে চুমু খাচ্ছেন। কি সুন্দর একটি দৃশ্য!

কিন্তু সুন্দর সময় অত্যন্ত কম। খুব শিগিগিরি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার অন্যতম একটি ঘটনা ঘটে। টাইট্যানিক নিমজ্জিত হয়। অবশেষে জ্যাক রোজকে উদ্ধার করেন ও বেঁচে থাকার অনুপ্রেরণা দেন এবং তিনি নিজেই সমুদ্রের হিম শীতল পানিতে মারা যান। রোজ উদ্ধার পান এবং তিনি চিরদিন জ্যাকের কথা মনে রাখেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন চলচ্চিত্রের যে অংশ শুনচ্ছেন তা হলো জ্যাক সাগরের শীতল পানিতে মারা যাওয়ার আগে রোজকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিচ্ছেন। জ্যাক রোজকে বলেন, তুমি আমার জন্য কখনও জীবন ত্যাগ না করার প্রতিশ্রুতি দাও। ভালোভাবে আগামী দিনের জীবন কাটাতে হবে।

একটি পরিসংখ্যান অনুসারে ১৯৯৮ সালে টাইট্যানিক প্রথমবার চীনের থিয়েটারে প্রদর্শনের পর বক্স অফিসে এর মোট আয় ৩৬ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে এবং এই রেকর্ড দশ বছর ধরে বজায় রয়েছে। যারা টাইট্যানিক নামে এ চলচ্চিত্র উপভোগ করেন, তারা অধিকাংশই গভীরভাবে মুগ্ধ হন, কেবল প্রেমের জন্য নয়, এর মহান সত্য, দয়া এবং সৌন্দর্যে।

আচ্ছা, আজকের অনুষ্ঠানের শেষে আমি টাইট্যানিক চলচ্চিত্রের টাইটেল গানটি শোনাবো। গায়িকা সিলিন ডিওনের গাওয়া 'my heart will go on'।

সুন্দর এই গানটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040