
বাংলাদেশ সফরকালে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক থিয়েটার সেমিনারে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা নাট্য সংস্থার প্রধান ও শিল্পীদের সঙ্গে পরিচয় হয়েছে, সেমিনারে বাংলাদেশের নাট্য উন্নয়ন সম্পর্কে অনেক কথা জানতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে। কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় হলো বাংলাদেশের জাতীয় অধ্যাপক মোস্তফা নুরুল ইসলামের সাথে আলাপ-আলোচনা করেছি, তাঁর মন্তব্য শুনেছি, তাঁকে দেখতে একদম মনে না আশি বছর বয়সের মানুষ। বন্ধুরা, তাহলে এ আসরে আপনারা বাংলাদেশের জাতীয় অধ্যাপক মোস্তফা নুরুল ইসলামের দেয়া এক বিশেষ সাক্ষাত্কারের রেকর্ডিং শুনুন। আশা করি, তাঁর কথায় কথায় আপনারাও কিছু প্ররোচিত বিষয় উপলব্ধি করবেন। শুনুন তাহলে।
বন্ধুরা, এখন আপনারা বাংলাদেশের জাতীয় অধ্যাপক মোস্তফা নুরুল ইসলামের দেয়া এক বিশেষ সাক্ষাত্কারের রেকর্ডিং শুনলেন। কেমন লাগলো? এ সাক্ষাত্কার সম্পর্কে অথবা অধ্যাপক মোস্তফা নুরুল ইসলামের ওপর কোন মন্তব্য দিতে চান, তাহলে বিনা দ্বিধায় আমাকে চিঠি লিখবেন। আমাদের ডাকের ঠিকানা হলো Bangla Section, CRI-11, China Radio International, P.O.Box:4216, Beijing-100040, China. যদি ই-মেইল লিখতে আপনাদের জন্য সুবিধা হয়, তাহলে আমাদেরকে ই-মেইল লিখবেন। বাংলা বিভাগের ই-মেইলের ঠিকানা হচ্ছে ben@cri.com.cn. (ইয়ু)