চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো ১৭ জানুয়ারি জানিয়েছে, তুলনামূলক মূল্যের হিসাবে, ২০১১ সালে চীনের অর্থনীতি ২০১০ সালের চেয়ে ৯.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বছরের চতুর্থ প্রান্তিকে আগের বছরের অনুরূপ সময়ের তুলনায় ৮.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক আনুমানিক হিসাব অনুযায়ী, ২০১১ সালে চীনের মোট দেশজ উত্পাদন (জিডিপি) ৪৭.১৫৬৪ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপিতে পৌঁছেছে। ওই বছর ত্রৈমাসিক প্রবৃদ্ধির হার সব সময় ৮ শতাংশের ওপরে ছিল।
বিদায়ী বছরে চীনের সামাজিক ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণ দাঁড়ায় ১৮.১২২৬ ট্রিলিয়ন ইউয়ানে। পণ্যমূল্যের উপাদান বাদ দিলে বাস্তব প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১১.৬ শতাংশে। (ইয়ু/এসআর)