চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় সম্পদ তত্তাবধান প্রশাসনিক কমিটির পরিচালক ওয়াং ইয়োং ৫ জানুয়ারি বলেছেন, বিদায়ী বছরে চীনের অর্থনীতিতে স্থিতিশীলতা ও দ্রুত উন্নয়ন অর্জিত হয়েছে। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত চীনের রাষ্ট্রীয় সম্পদ কমিটির তত্তাবধান ও প্রশাসনিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর মোট আয় ৩০.৮ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.৯ শতাংশেরও বেশি। নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৫ শতাংশেরও বেশি।
এদিন চীনের রাষ্ট্রীয় সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসনিক কর্ম সম্মেলনে ওয়াং ইয়োং বলেছেন, ২০১২ সালে চীনের অর্থনীতি ও সমাজের উন্নয়নে অনেক ঝামেলা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। জাতীয় অর্থনীতির স্তম্ভ শিল্প হিসেবে চীনের অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা ও দ্রুত উন্নয়ন অর্জনে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। (সুবর্ণা/শান্তা)