|
বাম থেকে প্রকাশ, বিশেষজ্ঞ শান্তা মারিয়া, শি চিং উ সাহেব ও ম্যাডাম চুং শাও লি
বন্ধুরা, চীন আন্তর্জাতিক বেতারের প্রতিষ্ঠার সত্তরতম বার্ষিকী উদযাপন চলছে। সেই সঙ্গে বাংলা বিভাগের প্রতিষ্ঠার বেয়াল্লিশ বছরও হয়ে গেলো। সামনে আসছে নতুন একটি বছর। বাংলা বিভাগের বিভিন্ন প্রজন্মের কর্মকর্তারা মিলে কয়েকটি পর্বে একটি নববর্ষ বিষয়ক বিশেষ অনুষ্ঠান তৈরি করেছেন। এ অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারবেন, সি আর আই'র উন্নয়ন ও বাংলা বিভাগের বিকাশ সম্পর্কে। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন সময়ের বাংলা বিভাগের সংশ্লিষ্ট গান শুনতে পারবেন। (প্রকাশ/শান্তা)
বাম থেকে মুক্তা, লাবণ্য, বিশেষজ্ঞ শান্তা মারিয়া ও প্রকাশ
বাম থেকে বাংলা বিভাগের বিশেষজ্ঞ শান্তা মারিয়া, প্রকাশ জিনিয়া, শিশির ও লতা
| ||||
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |