Web bengali.cri.cn   
প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়েছে বাংলাদেশ
  2011-09-15 20:08:22  cri
বিদ্যুত্ ও অন্যান্য অবকাঠামো সমস্যা এবং দুর্নীতি ও সুশাসনের অভাবসহ বিভিন্ন কারণে গত বছর বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশ তার আগের বছরের তুলনায় একধাপ পিছিয়ে পড়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের জরিপে এ তথ্য উঠেছে। 'বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা জরিপ ২০১১-১২' এবং 'বাংলাদেশে ব্যবসার পরিবেশ পরিস্থিতি প্রতিবেদন ২০১১'-এ দেখা যায়, ২০০৯-১০ সালে প্রতিযোগিতা সক্ষমতায় বিশ্বের ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৭তম হলেও এবার ১৪২টি দেশের মধ্যে এক ধাপ পিছিয়ে তা দাঁড়িয়েছে ১০৮তম স্থানে।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম সারা বিশ্বে একযোগে এই জরিপের ফলাফল প্রকাশ করে। বাংলাদেশে এ ফলাফল প্রকাশ করে আন্তর্জাতিক এই সংস্থার প্রতিনিধি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এবার নিয়ে বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতার জরিপের ফলাফল ১১ বারের মতো বাংলাদেশে প্রকাশ করা হলো। এবার ব্রাজিল, হাইতি ও ইয়েমেন -- এই তিনটি দেশ প্রথমবারের মতো জরিপে অংশ নেয়। অপরদিকে রাজনৈতিক পরিস্থিতির কারণে লিবিয়ায় জরিপ চালানো সম্ভব হয়নি। চলতি বছরে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়ে এই জরিপ কার্যক্রম চালনা করা হয়। মূলধন কমপক্ষে ১০ কোটি টাকা এমন ৭০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রধান নির্বাহীদের মতামতের ভিত্তিতে এই ফলাফল তৈরি করা হয়। জরিপ প্রতিবেদনে দেখা যায়, রেংকিংয়ে বাংলাদেশ একধাপ পিছেয়ে পড়লেও বিভিন্ন বিষয়ে সক্ষমতা সূচক কিছুটা বেড়েছে। এ ছাড়া অন্য দেশ যে হারে ব্যবসায়িক সক্ষমতা অর্জন করেছে, সেই তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে। এতে দেখা যায়, গত বছর বাংলাদেশের সক্ষমতা সূচক ছিল ৩.৬ পয়েন্ট। আর এবার তা বেড়ে হয়েছে ৩.৭ পয়েন্ট।

তবে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের অবস্থান একধাপ অবনমিত হলেও সার্বিকভাবে ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে তা মোটামুটি অপরিবর্তিত রয়েছে বলা যায়। তিনি বলেন, বিদ্যুত ও অন্যান্য অবকাঠামো সমস্যা, সুশাসনের অভাব এবং দুর্নীতিকে দেশের প্রধান সমস্যা বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাঁদের মতে, ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে দেশে দুর্নীতি বেড়েছে। সরকার বিদ্যুত খাতে যে উন্নতির কথা বলেছিল তা করতে পারেনি। জরিপের ফল অনুসারে, ৫.৭৪ পয়েন্ট নিয়ে বিশ্বে এক নম্বরে অবস্থান করছে সুইজারল্যান্ড। এর পরেই রয়েছে এশিয়ার দেশ সিঙ্গাপুর - ৫.৬৩ পয়েন্ট নিয়ে। তার পর আছে যথাক্রমে সুইডেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস,

ডেনমার্ক, জাপান ও যুক্তরাজ্য। ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে মালয়েশিয়া, চীন, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ক্যাম্বোডিয়া, পাকিস্তান ও নেপালের অবস্থানের উন্নতি হয়েছে। তবে একই সময়ে ভারত ৫১তম থেকে ৫৬তম অবস্থানে এবং ভিয়েতনাম ৫৯তম থেকে ৬৫তম স্থানে নেমে এসেছে। অবস্থান নেমেছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ারও।

বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশের অবস্থান উন্নত করা দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য যেমন, তেমনি দেশের ভাবমূর্তির জন্যও গুরুত্বপূর্ণ। আর সেজন্য সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিদ্যুত্ ও জ্বালানিসহ অবকাঠামো উন্নয়ন করতে হবে, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং দুর্নীতি কমানো ও মানব সম্পদ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040