Web bengali.cri.cn   
অমর একুশে গ্রন্থেমলা উদ্বোধন নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
  2011-02-03 20:26:25  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন

বেশি বেশি বই পড়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গনে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের সময় দেয়া ভাষণে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেয়ার জন্য স্থাপিত আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে বিশ্বে বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষা নিয়ে গবেষণা হবে। প্রধানমন্ত্রী বলেন ফেব্রুয়ারি বাঙালির শোক ও শক্তির মাস। আমদের চেতনাকে শানিত করার মাস। বইমেলা বাঙালির মনন ও মানসকে সেই লক্ষ্য অর্জনে প্রেরণা যোগায়।

অমর্ত্য সেনকে নিয়ে বইমেলা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

বিশেষ অতিথির ভাষণে নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, বাঙালি তার ভাষার সঙ্গে ঐক্য, সমতার চেতনাবোধ নিয়ে এগিয়ে চলেছে। হাজার বছর ধরে লালিত চেতান বাঙালি বই পড়ার মধ্য দিয়ে আরো জাগ্রত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অমর্ত্য সেনকে সঙ্গে নিয়ে বইমেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

----মাহমুদ হাশিম, বইমেলা, বাংলা একাডেমী, ঢাকা।

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040