Web bengali.cri.cn   
কুয়াংচৌ ২০১০ এশীয় প্রতিবন্ধী গেমস শেষ
  2010-12-19 21:57:02  cri

কুয়াংচৌ ২০১০ এশীয় প্রতিবন্ধী গেমস ১৯ ডিসেম্বর শেষ হয়েছে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার লিউ ইয়ান তুং, এশীয় প্রতিবন্ধী অলিম্পিক কমিটির চেয়ারম্যান দাতুক জায়নাল আবু জারিন সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাত দিনব্যাপী প্রতিযোগিতায় চীনের প্রতিনিধি দল ১৮৫টি স্বর্ণপদকসহ মোট ৩৯১টি পদক অর্জন করে স্বর্ণপদকের তালিকা আর মোট পদকের তালিকায় প্রথম স্থানে রয়েছে। জাপান ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪১টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি দলের মধ্যে ৩১টি প্রতিনিধি দল পদক অর্জন করেছে। এবারের গেমসে ১৭টি নতুন বিশ্ব রেকর্ড আর ৮২টি নতুন এশীয় রেকর্ড সৃষ্টি হয়েছে।

২০১০ সাল কুয়াংচৌ এশীয় প্রতিবন্ধী গেমস হচ্ছে ২০০৬ সালে এশীয় প্রতিবন্ধী ক্রীড়া সংস্থা পুনর্গঠনের পর আয়োজিত প্রথম প্রতিবন্ধী গেমস। এশীয় প্রতিবন্ধী অলিম্পিক গেমসের ৪১টি সদস্য সমিতির ২৫০০ জনেরও বেশি প্রতিবন্ধী খেলোয়াড় এবারের ১৯টি বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবারের এশীয় প্রতিবন্ধী গেমসের প্রতিপাদ্য হলো 'আমরা সম্মিলন করি, আমরা ভাগ করি, আমাদের সকলের জয় হোক'। স্বর্ণপদকের চেয়ে খেলার মাঠে প্রতিবন্ধী খেলোয়াড়দের মানসিক শক্তি আমাদের আরো বেশি মুগ্ধ করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040