Web bengali.cri.cn   
কুয়াং চৌ এশীয় প্রতিবন্ধী গেমসের সমাপনী অনুষ্ঠান ১৯ ডিসেম্বর কুয়াং তোং আওতি স্টেডিয়ামে
  2010-12-19 20:23:35  cri

কুয়াং চৌ এশীয় প্রতিবন্ধী গেমসের সমাপনী অনুষ্ঠান ১৯ ডিসেম্বর রাত আটটায় কুয়াং তোং আওতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।

সমাপনী অনুষ্ঠানের প্রসঙ্গ উদ্বোধনী অনুষ্ঠানের মতই ভালবাসাকে কেন্দ্র করে। সমাপনী অনুষ্ঠানে 'আকাশ ও সাগর', "পাতা ও শিরা উপশিরা "ও "আলেয়া'র স্বপ্ন' শীর্ষক তিনটি অংশ রয়েছে। যাতে প্রতিবন্ধীদের সহিষ্ণুতা ও কঠোর পরিশ্রমের দিকটিকেই তুলে ধরা হবে। সমাপনী অনুষ্ঠানে মোট ৪০৫০ জন শিল্পী অংশ নিয়েছেন।

সমাপনী অনুষ্ঠান শেষে আওতি স্টেডিয়ামের টাওয়ারের ওপর জ্বলতে থাকা পবিত্র অগ্নি আস্তে আস্তে নিভে যাবে। যেহেতু কুয়াং চৌ এশীয় প্রতিবন্ধী গেমস হচ্ছে প্রথমবারের মত আয়োজিত এশীয় প্রতিবন্ধী গেমস। এ কারণে পবিত্র অগ্নি শিখাকে একটি বিশেষ আধারে সংরক্ষণ করা হবে, যা কোনদিন নিভে যাবে না ।

দেখতে দেখতে সাত দিনব্যাপী কুয়াং চৌ এশিয় প্রতিবন্ধী গেমস শেষ হয়ে গেল। তাই তাকে বিদায় জানাতে হৃদয়ে করুন সুর বেজে ওঠে। আমাদের সব এশীয় ভাই বোনদের হাসি মুখ , আমাদের বন্ধুত্ব, আমাদের ভালবাসা এবং হৃদয়ের উষ্ণতা আমাদের অন্তরে জেগে থাকবে চিরকাল। ৪ বছর পরে আবার দক্ষিণ কোরিয়ার ইনচোনে আমাদের সম্মিলন হবে।

কুয়াং চৌ এশিয় প্রতিবন্ধী গেমস থেকে শিয়েনান আকাশ, চীন আন্তর্জাতিক বেতার।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040