Web bengali.cri.cn   
কুয়াং চৌ এশীয় প্রতিবন্ধী গেমস সম্পর্কে এশীয় প্রতিবন্ধী অলিম্পিক কমিশনের চেয়ারম্যানের মূল্যায়ন
  2010-12-19 19:20:18  cri
১৯শে ডিসেম্বর সন্ধ্যায় ৮দিনব্যাপী কুয়াং চৌ এশীয় প্রতিবন্ধী গেমসের সমাপনী দিন। সমাপনী অনুষ্ঠান আগে এশীয় প্রতিবন্ধী অলিম্পিক কমিশনের চেয়ারম্যান ডাটো জইনাল আবু জারিন সি আর আইয়ের সংবাদদাতাকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কালে এ গেমসের ভূয়সী প্রশংসা করেছেন।

এশীয় প্রতিবন্ধী অলিম্পিক কমিশনের চেয়ারম্যান ডাটো জইনাল আবু জারিনকে কুয়াং চৌ এশীয় প্রতিবন্ধী গেমস চলাকালে সবচেয়ে ব্যস্ত মানুষ হিসেবে বলা যায়। এ গেমস শুরুর পর তিনি পর পর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন, বিভিন্ন স্টেডিয়ামে যান, বিভিন্ন প্রতিযোগিতা দেখেন এবং পুরস্কার প্রদান করেন। এ গেমস চলাকালে তিনি ব্যাপকভাবে এশিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চলের কর্মকর্তা, খেলোয়াড়, স্বেচ্ছাসেবক এবং সাধারণ কুয়াং চৌ নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছেন। তাই তিনি এ গেমস সম্পর্কে খুব ভালো জানেন। তিনি বলেন:

শুধু আমি নই, সবাই কুয়াং চৌ এশীয় প্রতিবন্ধী গেমসের সফলতা দেখেছেন। কুয়াং চৌ শহরের পরিচালনা কাজ খুব চমত্কার। ২০০৮ পেইচিং অলিম্পিকের তুলনায় একই এবং সবই আন্তর্জাতিক মানের। সবাই আমাকে বলেন, কুয়াং চৌয়ের প্রস্তুতি কাজ ও সেবা অনেক সন্তোষজনক। ক্রীড়াবিদরা কুয়াং চৌয়ে এসে প্রতিযোগিতা করতে খুব আরাম বোধ করেন। তারা মনে করেন একটি খুব ভালো জায়গায় এসেছেন। তা ক্রীড়াবিদ, কর্মকর্তা ও প্রতিনিধি দলের প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য কল্যাণকর।

কুয়াং চৌ এশীয় প্রতিবন্ধী গেমস হল আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিশনের আওতায় অনুষ্ঠিত এশিয়ার প্রথম প্রতিবন্ধী গেমস। তাই বিভিন্ন দেশ এ গেমসে অংশ নিতে অনেক আগ্রহী। এ সম্পর্কে জারিন বলেন:  

প্রতিযোগিতায় ক্রীড়াবিদরা যে সাহসী এবং বিজয়ী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, তা হলো এবার এশীয় প্রতিবন্ধী গেমস থেকে আমাদের শেখার সবচেয়ে মূল্যবান জিনিস। আমরা এ সব বিষয় তরুণ তরুণীদের সঙ্গে ভাগাভাগি করতেও চাই। কারণ যুবক হলো আগামীদিনের ভবিষ্যত।

চীন আন্তর্জাতিক বেতার এবার এশিয়ার বিভিন্ন দেশের ভাষা ভালোভাবে জানা শক্তিশালী সাংবাদিক দল পাঠিয়েছে এবং রেডিও ও ওয়েবসাইটের মাধ্যমে ৬১টি ভাষায় সারা বিশ্বে কুয়াং চৌ এশীয় প্রতিবন্ধী গেমসের খবর প্রচার করেছে। এ খবর জানার পর জারিন চীন আন্তর্জাতিক বেতারের কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন:

চীন আন্তর্জাতিক বেতার এবারের এশীয় প্রতিবন্ধী গেমসের খবর প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছে বলে আমরা খুব ভাগ্যবান মনে করি। আমরা আশা করি চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবো। শুধু এবার এশীয় প্রতিবন্ধী গেমস নয়, ভবিষ্যতে আরো অনেক বিভিন্ন প্রতিবন্ধী প্রতিযোগিতার আয়োজন করা হবে। কারণ চীন আন্তর্জাতিক বেতারের সম্প্রচার নেট সারা বিশ্বকে অন্তর্ভূক্ত করেছে। তা ঠিক আমাদের চাহিদা মেটাতে পারে। এবার কুয়াং চৌ এশীয় প্রতিবন্ধী গেমস শুধু কুয়াং চৌ নাগরিকের জন্য আয়োজন করেছে তা নয়, আমরা আশা করি কুয়াং চৌ এশীয় প্রতিবন্ধী গেমসে প্রতিফলিত প্রতিবন্ধী অলিম্পিকের মর্ম ও মূল্যবান সম্পদ সারা বিশ্বে জনপ্রিয় করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040