Web bengali.cri.cn   
ইন্দোনেশিয়া বেতারের মহাপরিচালকের সিআরআই পরিদর্শন
  2010-05-26 17:21:46  cri

ইন্দোনেশিয়া বেতারের মহাপরিচালক পার্নি হাদি ২৬ মে চীন আন্তর্জাতিক বেতার পরিদর্শন করেন এবং সিআরআই'র মহাপরিচালক ওয়াং গেন নিয়েনের সঙ্গে তথ্য মাধ্যমের সহযোগিতা জোরদার ও কর্মীদের বিনিময়সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

পার্নি হাদি বলেন, এশিয়ার তথ্য মাধ্যমের শীর্ষ সম্মেলনের সুযোগে আবার সিআরআই পরিদর্শন আসতে পেরে আমি খুব খুশি হয়েছি। ইন্দোনেশিয়া বেতার আশা করে, সিআরআই'র সঙ্গে মৈত্রী বাড়ানোর উদ্দেশ্যে দু'দেশের সহযোগিতা আরো বিস্তৃত হবে। তিনি বলেন, ইন্দোনেশিয়ার কাছে চীন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। তথ্য মাধ্যমগুলোর বিনিময় ও সহযোগিতার মাধ্যমে দু'পক্ষের অবস্থা জানানোর মাধ্যমে দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা বাড়বে।

ওয়াং গেন নিয়েন বলেন, জাতীয় তথ্য মাধ্যম হিসেবে, আমাদের উচিত শ্রোতাদেরকে এক সত্যিকার চীন ও ইন্দোনেশিয়াকে পরিচয় করিয়ে দেয়া, দু'পক্ষের মৈত্রী ও সহযোগিতা গভীরতর করা এবং অভিন্ন অগ্রগতি ত্বরান্বিত করা। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040