|
চীন আন্তর্জাতিক বেতারের উপ-সম্পাদক ইন লি'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিয়ে ২৭ এপ্রিল রাশিয়ায় চীনের রাষ্ট্রদূত লি হুই'র সঙ্গে সাক্ষাত্ করেছেন।
রাষ্ট্রদূত লি হুই সিআরআই'র প্রতিনিধি দলের প্রদর্শিত 'তুমি ভালো আছো, চীন' নামক ভিডিও অনুষ্ঠানের নমুনা দেখার পর সিআরআই'র সংশ্লিষ্ট কাজের যথেষ্ঠ প্রশংসা করেন। তিনি বলেন, সিআরআই'র 'তুমি ভালো আছো, চীন' নামক প্রকল্প হচ্ছে রাশিয়ার 'চীনা ভাষা বর্ষ'-এর গুরুত্বপূর্ণ অংশ। এটা হচ্ছে চীনের সাংস্কৃতিক সম্প্রচারের আদর্শ। সিআরআই'র অল্প সময়ের মধ্যে এমন চমত্কার অনুষ্ঠান তৈরি করতে পারা রাশিয়াকে তা সক্রিয়ভাবে অংশ নেয়ার ওপর ভূমিকা পালন করবে। তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সিআরআই চীন ও রাশিয়ার সাংস্কৃতিক ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করার ক্ষেত্রে যথেষ্ঠ অবদান রেখেছে। এর পাশাপাশি রাশিয়ায় সিআরআই'র গুরুত্বও স্পষ্টভাবে দিন দিন বাড়ছে। তিনি দূতাবাসের পক্ষ থেকে সিআরআইকে ধন্যবাদ জানান এবং সিআরআই'র সংশ্লিষ্ট কাজের জন্য অব্যাহত সমর্থন ও সাহায্য দেয়ার আশ্বাস দেন।
রাশিয়ার জাতীয় টেলিভিশনের পরিকল্পনা অনুযায়ী, উপ-সম্পাদক ইন লি আর রাষ্ট্রদূত লি হুই ৮ জুন রাশিয়াস্থ চীনা দূতাবাসে 'তুমি ভালো আছো, চীন' নামক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |