|
ফ্রান্স ভবনের স্থপতি জ্যাক ফেরিয়ের সাংবাদিকদের জানান , ফ্রান্স ভবনকে যে ইন্দ্রীয়গ্রাহ্য নগরের নমুনা বলা হয় তার কারণ হলো , দর্শকরা দর্শন , শ্রবণ, ঘ্রান,স্পর্শ ও আস্বাদন এবং ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে ফ্রান্স ভবনের সৌন্দর্য প্রত্যক্ষ করতে পারেন । সাংহাই বিশ্ব মেলা চলাকালে এক সপ্তমাংশ দর্শক অর্থাত প্রায় এক কোটি দর্শক ফ্রান্স ভবন দেখতে আসবেন। লাইনে দাঁড়ানোর সময় তাঁরা বাগানের গাছপালা, ফুল ,ঘাস ও ঝর্ণা উপভোগ করতে করতে সময় কাটাতে পারবেন।
জানা গেছে , সাংহাই বিশ্ব মেলা চলাকালে ফ্রান্স ভবনে ফ্রান্সের মুসি ড'অর্সেই যাদুঘরের সংরক্ষিত সাতটি শিল্পকর্ম প্রদর্শিত হবে । এ সাতটি শিল্পকর্ম হলো পাল সেজান, ভান গোঘ, জন ফ্রান্সিস মিলেট , ম্যানেট এডোয়ার্ড এবং পি গাউগুইন প্রমুখ চিত্রশিল্পীর ছ'টি তৈলচিত্র , এবং তাম্র যুগ নামে আজেউস্ট রোদিনের খোদাই করা এক বিখ্যাত প্রতিমুর্তি । ফ্রান্সের শিল্পকলার প্রতীক হিসেবে এ সাতটি শিল্পকর্ম এই প্রথম একসাথে বিদেশে আত্মপ্রকাশ করবে । এগুলো অতি মুল্যবান বলে নিরাপত্তার কারণে এগুলো বিমানের সাতটি ফ্লাইটে চীনে পাঠানো হবে ।
ফ্রান্স ভবনের নির্মানকাজ শেষ হওয়ার পথে । ফ্রান্সের প্রদর্শনী ব্যুরো ফ্রান্স ভবনের প্রতিনিধি হতে বিখ্যাত অভিনেতা আলাইন ডেলনকে আমন্ত্রণ জানিয়েছে । ফ্রান্স ভবনের ম্যাসকোট হবে লেয়েন নামে একটি বিড়াল ।
সাংহাই ছাড়া চীনের অন্যান্য শহরেও ফ্রান্স ভবনের প্রচারের ধারাবাহিক ব্যবস্থা নেয়া হবে ।
ফ্রান্সের তুর্স শহর ও চীনের বৃহত শিল্প প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে চীনের ১৪০০ জোড়া তরুন তরুণীর বিয়ের অনুষ্ঠান ফ্রান্স ভবনে আয়োজন করা হবে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |