|
সাংহাইয়ে নিযুক্ত ফ্রান্সের প্রদর্শনী ব্যুরোর প্রতিনিধি ফ্রাঙ্ক শেরানো সাংবাদিকদের জানান, ফ্রান্স ভবনের নির্মানকাজ সম্পন্ন করতে আনুমানিক পাঁচ কোটি ইউরো খরচ করা হবে ।
ইন্দ্রীয়গ্রাহ্য নগর হলো ফ্রান্স ভবনের মূল বিষয় ।
ফরাসী স্থপতিদের মতে একবিংশ শতাব্দীর শহর যেমন লোহার রড ও কংক্রীটের মত হওয়া উচিত নয়, মানুষে মানুষে সম্পর্কও তেমনই তিক্ত ও নির্মম হওয়া উচিত নয় । প্রকৃতির সংগে মানুষের বাড়িঘরের সামঞ্জস্য থাকা একান্ত প্রয়োজন ।তাদের এ অভিমত বিধৃত হয়েছে ফ্রান্স ভবন নির্মানকাজে। ফ্রান্স ভবনের ভেতরে ঢুকলে চোখে পড়ে , একটি চারকোণা ইমারত অগভীর পানির উপর ভাসছে । আঙিনার চারটা দেওয়ালের উপর থেকে যেন সবুজ জলপ্রপাত থেকে পানি পড়ছে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |