|
উল্লেখযোগ্য প্রাচীন সাইপ্রিস গাছ হচ্ছে হুয়াং তি সমাধির নেমকার্ডগুলোর মধ্যে অন্যতম। হুয়াং তি সমাধিতে প্রায় ৮৩ হাজার প্রাচীন সাইপ্রিস গাছ রয়েছে। এর মধ্যে ৩০ হাজারেরও বেশি গাছের বয়স হাজার বছরের বেশি। মন্দির অঞ্চলে 'বিশ্বের প্রাচীন সাইপ্রিস গাছের পিতা' বলে পরিচিত করা একটি গাছের বয়স ৫ হাজার বছরেরও বেশি। হুয়াং তি সমাধি দর্শনীয় স্থানের পথপ্রদর্শক চাংছি বলেন,
এ গাছটিকে 'হুয়াং তি'র নিজহাতে লাগানো সাইপ্রিস' গাছ বলে গণ্য করা হয়। আজ থেকে তার ইতিহাস ৫ হাজার বছরেরও বেশি। এটা হলো হুয়াং তি'র নিজের লাগানো সাইপ্রিস গাছ। গাছটি ১৯৯৮ সালে 'চীনের ১শ' বিখ্যাত গাছের মধ্যে প্রথম' নির্বাচিত হয়েছে। তা চীনা জাতির ৫ হাজার বছর ইতিহাসের 'জীবাশ্ম' ও 'জীবন্ত নিদর্শন'। বিষ্ময়কর। তাই না বন্ধুরা?
হুখৌ জলপ্রপাত হচ্ছে চীনের হুয়াংহো নদীতে পড়া বিখ্যাত জলপ্রপাত। তা ইয়ান আন শহরের ই ছুয়ান জেলায় অবস্থিত। জলপ্রপাতটি ৫০ মিটার চওড়া এবং এর গভীরতা প্রায় ৫০ মিটার। জলপ্রপাতের বৃহত্তম আয়তন ৩০ হাজার বর্গমিটার। তা কুইচৌ'র হুয়াংকুওশু জলপ্রপাতের পর চীনের দ্বিতীয় বড় জলপ্রপাত।
এছাড়া হুখৌ জলপ্রপাতের ৪টি সবচেয়ে উল্লেখযোগ্য প্রাকৃতিক দৃশ্য রয়েছে।
পেইচিংয়ের মিস্টার তুয়ান নিজের ক্যামেরা নিয়ে অব্যাহতভাবে হুখৌ জলপ্রপাতের ছবি তোলার সুন্দর দিক খুঁজে বের করছেন। ২ বছর আগে তিনি হুখৌ জলপ্রপাতে এসেছিলেন। তবে তখন তার যথেষ্ট সময় ছিল না। সুতরাং এবার তিনি আবার এখানে এসেছেন। তিনি বলেন,
প্রথমেই হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তারপর যথাসাধ্য ক্যামেরার মধ্য দিয়ে তাকে ধারণ করা। এবারে রংধনু দেখেছি। হুখৌ জলপ্রপাত রংধনু'র সঙ্গে হুয়াংহো নদীর সুদীর্ঘ ইতিহাসের পাশাপাশি চীনা মনোভাবের প্রতিনিধিত্ব করেছে। এমনকি চীনের অব্যাহত উন্নয়নের অবস্থা এতে প্রতিফলিত হয়েছে। আজ রংধনু দেখায় আমি খুব সৌভাগ্যবান।
চীন বিপ্লবের তীর্থ স্থান হিসেবে ইয়ান আন একই সঙ্গে চীন সরকারের প্রথম দফা প্রকাশিত ঐতিহাসিক বিখ্যাত সাংস্কৃতিক শহরগুলোর মধ্যে অন্যতম। সবারই ইয়ান আনের বৈশিষ্ট্যময় আমেজ ভালোভাবে অনুভব করা উচিত।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |