|
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন, তা পাও থা শান দর্শনীয় স্থানে উত্তর শানসি প্রদেশের লোক শিল্পী লিউ আই মিন পরিবেশিত লোক সঙ্গীত। শহরের কেন্দ্রে থাকা পাও থা শান হচ্ছে ইয়ান আনের প্রতীক স্থাপত্য এবং ইয়ান আন ভ্রমণের নিশ্চিত স্থান। পাও থা অর্থাত্ প্যাগোডা থাং রাজবংশে নির্মিত হয়। ৪৪ মিটার উঁচু প্যাগোডা মোট ৯ তলা। প্যাগোডার ওপরে দাঁড়িয়ে তাকালে সারা শহরের দৃশ্য আপনার চোখে ভেসে উঠবে। প্যাগোডার পাশে একটি মিং রাজবংশে নির্মিত লোহার ঘন্টা আছে। ইয়ান আনে থাকার সময় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ঘন্টা বাজিয়ে সময় ঘোষণা ও সতর্কবাণী উচ্চারণ করছিল।
চাও ইউয়ান হচ্ছে ইয়ান আনের বহু বিপ্লবী স্মারক স্থানগুলোর মধ্যে অন্যতম। তা ইয়ান আন শহরের উত্তর-পশ্চিম দিকের ৮ কিলোমিটার দূরে অবস্থিত। প্রথম দিকে এখানে অনেক কুল গাছ থাকার কারণে শহরটি এ নাম পেয়েছে। বর্তমানে চাও ইউয়ান পুরানো ঠিকানায় চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর ছোট ভবন, মাও সেতুং, চৌ এনলাই, লিউ শাওছি ও জু দে প্রমুখ নেতৃবৃন্দের পুরনো বাসস্থানসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। চাও ইউয়ান দর্শনীয় স্থানের পথপ্রদর্শক কুও সিয়াওচুয়ান বলেন,
১৯৪৩ সালের অক্টোবর মাসে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী ইয়াং চিয়া লিং থেকে চাও ইউয়ানে চলে আসেন। মাও সেতুং, চৌ এনলাই, লিউ শাওছি, জু দে ও রেন বিশি পাঁচজন সম্পাদক চাও ইউয়ানে কাজ করতেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হচ্ছে সম্পাদকমন্ডলীদের ভবন এবং পাঁচজন সম্পাদকের পুরনো বাসস্থান। এর মধ্যে মাও সেতুং'র পুরনো বাসস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শরত্কালের চাও ইউয়ান শান্তিপূর্ণ ও সুন্দর। সূর্য গাছের পাতার ফাঁক দিয়ে পর্যটকদের গায়ে পড়ে। উষ্ণ ও শান্ত। বাতাস বয়ে গেলে, পাতা ধীরে ধীরে পড়ে যায়। পাঁচজন সম্পাদকের পুরনো বাসস্থানের ওপর শান্তি এবং সৌন্দর্য্যও বেড়ে যায়। চাও ইউয়ানে ভ্রমণকারী উ লি চুন সিনচিয়াং থেকে এসেছেন। তিনি পরিবারের মানুষের জন্য ছবি তোলায় খুব ব্যস্ত ছিলেন। তিনি বলেন,
ইয়ান আন হচ্ছে আমাদের বিপ্লবের তীর্থ স্থান। আমি সবসময় এ জায়গাটিতে আসার জন্য প্রতীক্ষা করি। পুরনো বাসস্থানটি দেখে বিপ্লবী নেতারা এখানে যে কাজ করেছিলেন এবং বিজয় অর্জন করেছিলেন তার প্রতিফলন আমার চোখে দেখতে পাই।
চীন বিপ্লবের বহু স্মারক স্থান ছাড়াও চীনা জাতির পিতৃপুরুষ সম্রাট হুয়াং তি'র সমাধি—হুয়াং তি সমাধি এবং সমুজ্জ্বল হুয়াংহো নদীর হুখৌ জলপ্রপাতও ইয়ান আনে রয়েছে।
ইয়ান আন শহরের হুয়াং লিং জেলায় 'পৃথিবীর প্রথম সমাধি' রয়েছে বলে খ্যাত। হুয়াং তি সমাধি চীনা জাতির প্রথম পিতৃপুরুষ সম্রাট হুয়াং তি'র সমাধি। তিনি ছিলেন চীনের আদিসমাজের শেষ দিকে উপজাতির একজন মহান নেতা এবং চীনা জাতির সভ্যতা সৃষ্টির পিতৃপুরুষ। হুয়াং তি সমাধির নির্মাণ কাজ ছিন রাজবংশের সময় শুরু হয় এবং এ পর্যন্ত তা বহু বার মেরামত ও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে হুয়াং তি সমাধি প্রধানত সমাধি অঞ্চল এবং মন্দির অঞ্চল নিয়ে দু অংশে বিভক্ত। মন্দির অঞ্চলের শ্রদ্ধা নিবেদন প্রাঙ্গনে প্রতি বছর দু'বার পূর্ব-পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি সমাধি অঞ্চলে হুয়াং তি'র সমাধি দেখা যায়। হুয়াং তি সমাধি দর্শনীয় স্থানের পথপ্রদর্শক চাং ছি বলেন,
সমাধির আয়তন খুব বড় নয়। দেখতে খুব অনাড়ম্বর, প্রাচীন শৈলী ও ভাবগম্ভীর। এর আয়তন ২শ' বর্গমিটার। এখানে পূর্ব-পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনকারীরা ঘন্টার কাটা ঘোরানোর উল্টো দিকে সমাধি ঘোরাবেন। তার অর্থ হলো সময় পিছনের দিকে দিয়ে ৫ হাজার বছরের ইতিহাস পর্যালোচনা এবং পিতৃপুরুষের কৃতিত্ব ও সদগুণকে স্মরণ করা।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |