v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
গত ৩০ বছরে তিব্বতের লক্ষণীয় উন্নতি
2009-02-10 21:10:09

৩০ বছর আগে যখন ট্রাক্টর প্রথমবারের মতো তিব্বতের গ্রামাঞ্চলে প্রবেশ করল , তখন তিব্বতী জনগণ খুব অবাক হল । এখন ঐতিহ্যিক ও প্রাচীন চাষাবাদের পরিবর্তে নানা রকমের আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে । কৃষি উত্পাদন বাড়ানো এবং অন্যান্য পার্শ্ব শিল্প চালানোর জন্য বিপুল সংখ্যক কৃষক ও পশুপালক ট্রাক্টর ও মোটর গাড়িও কিনেছেন ।

তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চলের কৃষি ও পশুপালন বিভাগের উপ-মহাপরিচালক লিন মু বলেন , গত ৫ বছরে তিব্বতের বৈশিষ্ট্যসম্পন্ন কৃষি ও পশুপালন কাজ বিকশিত করার ব্যাপারে স্থানীয় সরকার ১ বিলিয়ন ইউয়ানেরও বেশি অর্থ বরাদ্দ করেছে । তিনি বলেন ,

তিব্বতে এ অঞ্চলের বৈশিষ্ট্যসম্পন্ন কৃষি ও পশুপালন কাজ ব্যাপকভাবে বিকশিত করার ক্ষেত্রে সরকারের ভর্তুকী ছাড়া জনসাধারণ ও শিল্প প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের ব্যবস্থাও চালু করা হচ্ছে ।

গত ৩০ বছরে তিব্বতের শহর ও গ্রামাঞ্চলে অধিবাসীদের আয় ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে । ২০০৭ সালে তিব্বতে শহরবাসী ও গ্রামবাসীদের আয় যথাক্রমে ১১১৩১ ও ২৭৮৮ ইউয়ানে দাঁড়িয়েছে ।

তিব্বতের সমাজ বিজ্ঞান একাডেমীর গ্রামীণ অর্থনীতি গবেষণাগারের উপ-মহাপরিচালক তুছিং বলেন , তিব্বতে গ্রামীণ পর্যটন শিল্প , সংখ্যালঘু জাতির হস্ত শিল্প ও পরিবহনসহ পার্শ্ব শিল্প দ্রুত বিকাশ লাভ করেছে ।

(থান ইয়াও খাং)


1 2 3 4
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China