চীনে সংস্কার ও উন্মুক্তকরণের পরবর্তী ৩০ বছরে দেশের সমৃদ্ধির পাশাপাশি তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চলে দিন দিন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে । তিব্বতের কৃষি ও পশুপালন , জনগণের জীবনযাত্রার মান , যোগাযোগ ব্যবস্থা ও চিকিত্সার ক্ষেত্রে দ্রুত সাফল্য লাভ করেছে । তিব্বতী জনগণের জীবনযাপনের উত্কৃষ্টতার অনেক উন্নতি হয়েছে ।
তিব্বতের দাইটওয়া শিল্প গোষ্ঠীর ৮টি শাখা রয়েছে । ২০০৭ সালের শেষ নাগাদ এ শিল্প গোষ্ঠীর স্থির পুঁজি ৫০ কোটি ইউয়ানেরও বেশি হয়েছে । এ শিল্প গোষ্ঠীর এত বেশি পুঁজি সৃষ্টি হয়েছে , যে তা আগে কোন মতেই কল্পনা করা যেতো না ।
শিল্প গোষ্ঠীর প্রধান ছুনফেছিরেনের বয়স পঞ্চাশ বছরেরও বেশি । পুরেন জেলার একটি গরীব ভূমি দাসের পরিবারে তার জন্ম । ১৯৫৯ সালে তিব্বতে গণতান্ত্রিক সংস্কার চালু করা হয় । অল্পবয়সী ছুনফেছিরেনের ভূমি দাসের জীবন শেষ হয় । ১৯৮২ সালে তিনি বসতি নির্মাণের একটি কোম্পানি স্থাপন করেন । বিশ বছরেরও বেশি চলে গেছে । এখন এ কোম্পানি তিব্বতের একটি নামকরা বেসরকারী শিল্প গোষ্ঠীতে পরিণত হয়েছে । ছুনফেছিরেনও তিব্বতের একজন প্রসিদ্ধ কৃষক শিল্পপতি হয়ে দাঁড়িয়েছেন ।
1 2 3 4 |