v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের সমাপনি অনুষ্ঠানের ওপরে বিশেষ অনুষ্ঠান
2008-08-24 22:05:02

 সাত বছর আগে, অলিম্পিক গেমস আয়োজনের আবেদন পেশ করার সময় পেইচিং প্রতিশ্রুতি দিয়েছিল: পেইচিং অলিম্পিক গেমসের ফলে চীনের তরুণ-তরুণীরা অলিম্পিক চেতনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ৮৭ বছর বয়সী ভেনিজুয়েলা নাগরিক , আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সম্মানিত সদস্য ফ্লর ইসাছা ফোনচেকা মনে করেন, 'চীনের জন্য এটা একটি অত্যন্ত ভাল সুযোগ। চীনের সমাজ ও জনসাধারণের জীবন কীভাবে পরিবর্তিত হয়েছে তা বিশ্ব সম্প্রদায়ের নজরে পড়েছে। চীন বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলের কাছে উন্মুক্ত হয়েছে। চীনা মানুষ, ইউরোপীয় মানুষ , আফ্রিকান মানুষ এবং আমেরিকান মানুষ পেইচিংয়ে মিলিত হয়ে ভাই ও বন্ধু হয়ে গেছে। এবারের অলিম্পিক গেমসের মাধ্যমে চীনের তরুণ-তরুণীরা শারীরিক ও মানসিকভাবে উপকৃত হয়েছে। এটা হল চীনের জন্য অলিম্পিক গেমসের বজায় রাখা গুরুত্বপূর্ণ উত্তরাধিকার।

 এটা হল কেনিয়ার " আফ্রিকার খায়াবা দলের" সমবেত কন্ঠে গাওয়া চীনা গান " আমার চীনা হৃদয়"। শুধু চীন নয় সারা বিশ্ব পেইচিং অলিম্পিক গেমসে উপকৃত হয়েছে।

 এবারের পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তরে অংশ গ্রহণকারী বাহকের সংখ্যা অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশী। ২০৪টি দেশ ও অঞ্চলের দশ হাজারেরও বেশী খেলোয়াড় পেইচিং অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। তিন হাজারেরও বেশী সংবাদদাতা পেইচিং অলিম্পিক গেমসে জড়ো হয়েছেন। বিশ্বের ৪০০ কোটি লোক অলিম্পিক গেমসের সম্প্রচার দেখেছেন। এ সব অলিম্পিক ইতিহাসে একটি রেকর্ড।

 আজ রাতে পেইচিং অলিম্পিক পবিত্র অগ্নি নিভে যাবে । অলিম্পিকের রিলের কাঠি ব্রিটেনের লন্ডনে হস্তান্তর করা হবে। পেইচিং অলিম্পিক গেমসের ১৬ দিনের প্রতিযোগিতা খুব অল্প সময়ের হলেও এ ১৬ দিনে স্থাপিত মৈত্রী দীর্ঘকালের।

 আজ রাতে আমরা আনন্দে মেতে উঠেছি। এক বিশ্ব , এক স্বপ্নের জন্য ২০১২ সালে সবাই আবার লন্ডনে পুনর্মিলিত হবে। চার বছর পর আবার দেখা হবে।


1 2 3 4 5 6 7
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China