v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের সমাপনি অনুষ্ঠানের ওপরে বিশেষ অনুষ্ঠান
2008-08-24 22:05:02

 যে অলিম্পিকে দশ হাজারেরও বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন সেখানে স্বর্ণপদকের সংখ্যা মাত্র ৩০২টি। ফলে সোনা জেতা খেলোয়াড়ের সংখ্যাও তাই। এটা জেনেও বিভিন্ন দেশের খেলোয়াড়রা সক্রিয়ভাবে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং সাফল্যের জন্যে লড়াই করেছেন। তাঁরা বাস্তবে অলিম্পিক গেমসের আরেকটি চেতনার প্রকাশ ঘটিয়েছেন। সেটি হচ্ছে 'জয়ের চেয়ে অংশগ্রহণ আরো গুরুত্বপূর্ণ'। তাঁরাও অলিম্পিক মাঠের বীর।

 ইরাকের অলিম্পিক প্রতিনিধি দলের সাত জন খেলোয়াড় অবশেষে পেইচিং এসে অলিম্পিক গেমসে অংশ নিতে পেরেছেন। তারা যখন পতাকা হাতে ঢোকেন, তখন দর্শকদের উল্লাসে ফেটে পড়েছিল স্টেডিয়াম। ইরাকের অলিম্পিক বিষয়ক সমন্বয়কারী সারহাদ ফাতাহ বলেন, 'দেশি-বিদেশি সংবাদদাতা এবং সারা বিশ্বের জনগণ ইরাকের প্রতিনিধি দলের ওপর দৃষ্টি রাখছে। যদিও এখন ইরাকের পরিবেশ খুব কঠিন। তবু খেলোয়াড়রা নানা বাধা ও কঠিন অবস্থা পার হয়ে এসেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ মৃত্যুর হুমকির মধ্যেও পড়েন। কেউ কেউ গুপ্তহত্যার হাত থেকে রেহাই পেয়েছেন। এমন পরিস্থিতিতেও তারা প্রশিক্ষণ নিয়ে স্বদেশের প্রতিনিধি হিসেবে পেইচিং এসেছেন। ইরাকী জনগণ তাদের জন্য গর্ব বোধ করেন। বিদেশীরাও তাঁদেরকে প্রশংসা করেছেন।'

 রুবিনা মুকিমইয়ার ছিলেন আফগানিস্তা দলের একমাত্র নারী প্রতিনিধি। তিনি মনে করেন, পেইচিং অলিম্পিক গেমসে অংশ নিতে পেরে তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেন, 'আমার দৃঢ় বিশ্বাস, এবারের অলিম্পিক গেমসে আমরা সফল হবো। পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেয়া আমার জীবনের সর্বোচ্চ লক্ষ্য। ভবিষ্যতে কী হবে, সব পরের কথা। আজ আমার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে।'

 হেল ওয়েন্ডি ছিলেন সোলোমোন দ্বীপপুঞ্জের তিন খেলোয়াড়ের অন্যতম। তিনি নারীদের ৫৮ কেজি ওজন শ্রেণীর ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। যদিও তিনি সর্বশেষ হয়েছেন, তারপরও দুঃখ পান নি। তিনি বলেন, 'আমি পেইচিংয়ে এসে এমন একটি অলিম্পিক যাত্রা করার জন্য গর্ব বোধ করি। আমি এই প্রথম বার অলিম্পিক গেমসে অংশ নিলাম। আমি সোলোমোন দ্বীপপুঞ্জ থেকে আসা একমাত্র ভারোত্তোলনকারী হিসেবেও গর্ব বোধ করি।'

 "আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে, প্রতিযোগিতা সুষ্ঠুভাবে চালানো হয়েছে। আমরা দেখেছি, ভেন্যুগুলো খুব সুন্দর। প্রতিযোগিতাও চমত্কার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত ভাল। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের মধ্যকার সম্পর্কের সুষ্ঠু সমন্বয় ঘটেছে। এ পর্যন্ত সব দিক থেকেই আমরা সন্তুষ্ট।

 এটা হল পেইচিং অলিম্পিক গেমস নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পেইচিং অলিম্পিক গেমসের কার্যনির্বাহী চেয়ারম্যান গিলবার্ট ফেলির মূল্যায়ন।

1 2 3 4 5 6 7
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China