v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের সমাপনি অনুষ্ঠানের ওপরে বিশেষ অনুষ্ঠান
2008-08-24 22:05:02

মাইকেল ফেলপস

 আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস বলেন, 'অলিম্পিক গেমসের একটি স্বর্ণপদক তোমার সারা জীবনের সঙ্গী হবে। সেটা পেলে তুমি আজীবন একজন অলিম্পিক স্বর্ণ পদকধারী। আমার জন্যে জন্মদিন বা বড় দিন প্রতি বছর আসে। কিন্তু একজন অলিম্পিক স্বর্ণ পদকের মালিক হতে কয়েক বছর অপেক্ষা করতে হয়।'

 এবারের অলিম্পিক গেমসে ফেলপস আটটি স্বর্ণপদক জিতেছেন। তিনি এখন অলিম্পিক ইতিহাসে সর্বাধিক সোনা জেতা এবং একক অলিম্পিকে সর্বাধিক সোনা জেতা খেলোয়াড়। তাঁর নাম চিরকালে পেইচিং অলিম্পিক গেমসের সঙ্গে জড়িয়ে থাকবে।

উসাইন বোল্ট

 জ্যামাইকার খেলোয়াড় উসাইন বোল্ট বলেন, 'সত্যি বিজয়ী হওয়ার পর আমি উপলব্ধি করেছি, আমি বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেছি। আমার নাম অলিম্পিক চ্যাম্পিয়নদের তালিকায় অন্তর্ভুক্ত করতে পেরে আমি তৃপ্ত।'

 ১৬ আগস্ট বোল্ট পুরুষদের ১০০ মিটার দৌঁড়ে ৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। মানবজাতির ১০০ মিটার দৌঁড়ে প্রথম বারের মতো সময় লেগেছে ৯.৭০ সেকেন্ডের কম ।

1 2 3 4 5 6 7
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China