v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের সমাপনি অনুষ্ঠানের ওপরে বিশেষ অনুষ্ঠান
2008-08-24 22:05:02

 ২০০১ সালে পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের আবেদন অনুমোদিত হওয়ার পর , পরিবেশ সংরক্ষণে পেইচিং শহর মোট ১৪ হাজার কোটি রেন মিন পি ব্যয় করেছে। এখন পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের আবেদন পেশ করা সময় যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে সব প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। সবুজ অলিম্পিক ধারণার আলোকে পেইচিংয়ের আকাশ আরও নীল এবং পানি আরও পরিস্কার । পরিবেশ সংরক্ষণের ধারণা জনসাধারণের মনে ঢুকেছে।

 পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের আবেদন পেশ করার সময় উত্থাপিত " বিজ্ঞান ও প্রযুক্তির অলিম্পিক" ধারণা এখন এ সংক্রান্ত বহু প্রকল্পের সঙ্গে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে। পেইচিং অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতিমূলক কাজ চালানোর প্রক্রিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান ধারণা পুরোপুরি প্রতিফলিত হয়েছে। চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান , বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়েন গান বলেন, 'পেইচিং অলিম্পিক গেমস যাতে ইতিহাসে ' বৈশিষ্ট্য ও উচ্চ মানের' ক্রীড়া সমাবেশ হয় সে জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে চীন দশটি গুরুত্বপূর্ণ প্রকল্প কার্যকর করেছে। এসব প্রকল্প এবারের পেইচিং অলিম্পিক গেমসে কাজে লাগানো হয়েছে এবং জনপ্রিয় করা হয়েছে। এ সব গবেষণার ফলাফলে আরও বেশী অর্থনৈতিক ও সামাজিক কার্যকারিতা সৃষ্টি হবে।

 সাত বছর আগে, পেইচিং সম্পর্কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মূল্যায়ন রির্পোটে যে বণর্না করা হয়েছে, তা এর আগে কোন দিন ব্যবহার করা হয়নি। এ বণর্না হল: পেইচিংয়ে অলিম্পিক গেমস আয়োজন করা হলে চীন ও বিশ্বের ক্রীড়ার জন্য অদ্বিতীয় উত্তরাধিকার রেখে দেওয়া হবে। সাত বছর পর আজকে পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান পালন করা হচ্ছে। পেইচিং বাস্তব তত্পরতার মাধ্যমে প্রমাণ করেছে যে, পেইচিং অলিম্পিক গেমসের ফলে পেইচিং , বিশ্ব ও অলিম্পিক ক্রীড়া এ তিনটি ক্ষেত্রেই সাফল্য অর্জিত হয়েছে।

 পেইচিং অলিম্পিক গেমসের পর উচ্চ গুণগতমানের স্থাপনা অব্যাহতভাবে জনসাধারণের জন্য কাজে লাগানো হবে। ক্রীড়ার প্রতি চীনা জনগণের আগ্রহ ও উষ্ণতা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, চীনে ক্রীড়ার চেতনা ও মর্ম আরও সমৃদ্ধ হবে ।

 এটা হল চীনের জন্য পেইচিং অলিম্পিক গেমসের বয়ে আনা প্রভাব সম্পর্কে ব্রিটেনের অলিম্পিক কমিটির চেয়ারম্যান কলিন ময়নিহারের মূল্যায়ন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান হাইবার্গের ধারণা এই যে, 'অলিম্পিক গেমসের পর চীন আরও বেশী পযর্টককে আর্কষণ করতে পারবে। অর্থনীতি ও শিল্প আরও সমৃদ্ধ হবে। দূরদৃষ্টি থেকে বলতে গেলে কেবল পেইচিং নয় গোটা চীন এতে উপকৃত হবে।

1 2 3 4 5 6 7
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China