সিনহুয়া বার্তার প্রকাশিত ২০১৭ সালের শেরা দশটি খবর
  2018-01-08 15:32:43  cri

৮. বিশ্বব্যাপী অর্থনীতি পুনর্সমৃদ্ধ হচ্ছে। (১ অক্টোরব)

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ১০ অক্টোবর প্রকাশিত এক রিপোর্টে চলতি বছর এবং আগামী বছরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাব্য হার গত জুলাই মাসের চেয়ে ০.১ শতাংশ বাড়িয়ে আলাদা আলাদাভাবে ৩.৬ এবং ৩.৭ শতাংশ ঘোষণা করেছে। তাছাড়া, চীনসহ প্রধান অর্থনৈতিক সত্তার আর্থিক প্রবৃদ্ধির সম্ভাব্য হার বাড়িয়েছে সংস্থাটি।

এদিন আইএমএফের উদ্যোগে প্রকাশিত 'বিশ্ব অর্থনীতির ভবিষ্যত সংক্রান্ত রিপোর্ট' থেকে এসব তথ্য পাওয়া গেছে। চলতি বছর বিশ্বের ৭৫ শতাংশ অর্থনৈতিক সত্তার প্রবৃদ্ধির হার আরো দ্রুত হবে বলে রিপোর্টে অনুমান করা হয়।

রিপোর্টে ধারণা করা হয়, চলতি বছর নবোদিত বাজার এবং উন্নয়নশীল আর্থিক সত্তার প্রবৃদ্ধির হার ৪.৬ শতাংশ এবং এ হার গত জুলাই মাসের পূর্বাভাসের সমান। আগামী বছর এ হার বেড়ে ৪.৯ শতাংশ হবে বলে রিপোর্টে অনুমান করা হয়। এ হার গত জুলাই মাসের চেয়ে ০.১ শতাংশ বেড়েছে।

1  2  3  4  5  6  7  8  9  10  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040