সিনহুয়া বার্তার প্রকাশিত ২০১৭ সালের শেরা দশটি খবর
  2018-01-08 15:32:43  cri

১. চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত "অভিন্ন মানব ভাগ্যের সম্প্রদায়" জাতিসংঘের রেজুলিউশনে অন্তর্ভুক্ত।

মার্চ ২৪, ২০১৭: ২৩ মার্চ জেনিভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৪তম অধিবেশনে 'অর্থনীতি, সমাজ ও সাংস্কৃতিক অধিকার' এবং 'খাদ্যশস্য অধিকার' নামে দু'টি প্রস্তাব গৃহীত হয়েছে। এতে প্রথমবারের মতো বিশ্ববাসীর জন্য অভিন্ন লক্ষ্যের কমিউনিটির ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত বছরের জানুয়ারী মাসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং জেনিভায় জাতিসংঘ সদর দফতরে 'বিশ্বের সবার জন্য অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা' শীর্ষক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। আন্তর্জাতিক সমাজে এ ভাষণের জোরালো আলোচনা হয় এবং বিভিন্ন পক্ষের ভূয়সী প্রশংসা পায়। সেই সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৪তম অধিবেশনে ১৪০টি দেশের পক্ষ থেকে চীন 'মানবাধিকার রক্ষা ও জোরদার করা এবং সম্মিতিলভাবে বিশ্বের সবার জন্য অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা' সংক্রান্ত যৌথ বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার উন্নয়নের ধারণাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে সার্বভৌমত্ব, সংলাপ ও আলোচনা, পারস্পরিক কল্যাণ, পারস্পরিক বিনিময়, সবুজ উন্নয়নসহ নানা বিষয়।

1  2  3  4  5  6  7  8  9  10  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040