সিনহুয়া বার্তার প্রকাশিত ২০১৭ সালের শেরা দশটি খবর
  2018-01-08 15:32:43  cri

৯. সিপিসি'র ঊনবিংশ কংগ্রেসের প্রতিনিধি সম্মেলন আয়োজিত (১৮ অক্টোবর)

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উদ্বোধন হয়েছে ১৮ অক্টোবর সকালে। উদ্বোধনী অনুষ্ঠানে সিপিসি'র সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পার্টির অষ্টাদশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে চীনের ভবিষ্যত উন্নয়নের দিক্-নির্দেশনা দেওয়া হয়।

সপ্তাহব্যাপী জাতীয় কংগ্রেসে সিপিসি'র ৮.৯ কোটিরও বেশি সদস্যের মধ্য থেকে নির্বাচিত ২ সহস্রাধিক প্রতিনিধি প্রেসিডেন্ট সি'র উপস্থাপিত প্রতিবেদন ও আগের মেয়াদের কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের কর্ম-প্রতিবেদন পর্যালোচনা এবং 'চীনা কমিউনিস্ট পার্টি গঠনতন্ত্র যাচাই করেন। প্রতিনিধিরা নতুন মেয়াদের জন্য পার্টির কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনও নির্বাচন করেন।

উল্লেখ্য, চীনের ক্ষমতাসীন সিপিসি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। দলটির জাতীয় কংগ্রেস প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত হয়।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং একই দিন সম্মেলনে বলেছেন, বিগত পাঁচ বছরে বিশ্বের অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়ার প্রেক্ষাপটে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি নতুন উন্নয়নের ধারণা কাজে লাগানোয় চীনের অর্থনৈতিক উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। জিডিপি'র মোট পরিমাণ ৮০ ট্রিলিয়ন ইউয়ান, যা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে ৩০ শতাংশ অবদান রেখেছে। আর্থিক কাঠামো সুবিন্যাসের পাশাপাশি ডিজিটাল অর্থনীতিসহ নবোদিত শিল্প বিকশিত হয়েছে। কৃষির আধুনিকায়ন স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ সফলভাবে এগিয়ে যাচ্ছে। থিয়ানকুং ধারাবাহিক মহাকাশযান, 'চিয়াও লুং'নম্বর মানুষবাহী সামুদ্রিক দাহ্য বরফ উত্তোলন অভিযান, বিশ্বের দীর্ঘতম রেডিও টেলিস্কোপ 'থিয়ান ইয়ান', 'উ খুং' শীর্ষক অনুসন্ধান উপগ্রহ, বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট উত্ক্ষেপন এবং যাত্রীবাহী বৃহত্ বিমানসহ ধারাবাহিক প্রযুক্তিগত পণ্য তৈরি করেছে চীন।

1  2  3  4  5  6  7  8  9  10  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040